শ্রীমঙ্গল ও কমলগঞ্জের কন্ঠস্বর: সেই স্বপ্ন আজও থেমে যায়নি

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫

শ্রীমঙ্গল ও কমলগঞ্জের কন্ঠস্বর: সেই স্বপ্ন আজও থেমে যায়নি

Manual1 Ad Code

 

জয়দীপ রায় |

ছাত্রফ্রন্টের যে যাত্রা আমি শ্রীমঙ্গলে প্রথম শুরু করেছিলাম—ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রফ্রন্টে সক্রিয় থাকার দিনগুলো থেকে নিজের বাসা শ্রীমঙ্গলে যাতায়াতের মধ্য দিয়ে—শোষিত মানুষের কণ্ঠস্বর গড়ে তোলার সেই স্বপ্ন আজও থেমে যায়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তা যেন মাঝরাতের চাঁদের কাস্তের মতো ধীরে ধীরে আরও ধারালো হয়ে উঠছে। আশার কথা হলো, এই ধার কোনোভাবেই ম্লান হচ্ছে না; বরং প্রতিদিন নতুন করে আলো ছড়িয়ে দিচ্ছে।

Manual6 Ad Code

আমি হয়তো পরিবারের চাপ ও জীবনের বাস্তবতায় ব্যর্থ হয়ে প্রবাসে পা বাড়িয়েছি, কিন্তু এলাকায় অ্যাডভোকেট আবুল হাসানের মতো একজন শ্রমিকনেতা থাকা মানে—আমি যেন স্বশরীরেই সেখানে উপস্থিত আছি। শ্রীমঙ্গলের এবারের নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থীর জন্য এই অনুভবটাই ক্রমশ গভীর হচ্ছে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুদূর প্রবাসে বসেও যতটুকু সম্ভব, অ্যাডভোকেট হাসানের নির্বাচনী প্রচারণার জন্য কাজ করাকেই আমি আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি।

Manual3 Ad Code

শ্রীমঙ্গলে দীর্ঘদিন ধরে চা–বাগানের শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কমরেড অ্যাডভোকেট আবুল হাসান। বিশেষ করে বিগত সরকারের সময়ে মজুরি বৃদ্ধির চা–শ্রমিক আন্দোলনে তিনি শ্রমিকদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আন্দোলনকে সংগঠিত করেছেন। শুধু চা–শ্রমিকই নয়, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার অঞ্চলের কৃষি ও শ্রমজীবী মানুষের সঙ্গেও দীর্ঘদিন ধরে তিনি যুক্ত। আজ তিনি শ্রীমঙ্গলের মানুষের সেই অবদমিত কণ্ঠস্বর জাতীয় সংসদে তুলে ধরতে চান।

Manual7 Ad Code

পেশাগতভাবে তিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। আমার দৃষ্টিতে, স্থানীয় শ্রমিকদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের কাজ, অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা তাঁকে একজন শিক্ষিত, সংবেদনশীল ও যোগ্য সাংসদ ও আইনপ্রণেতা হিসেবে গড়ে তুলতে সক্ষম।

Manual6 Ad Code

এই নির্বাচনী যাত্রায় আমার মতো আরও অনেকের পক্ষ থেকেই অ্যাডভোকেট আবুল হাসানের জন্য রইল আন্তরিক শুভকামনা ও সংহতি।
#
জয়দীপ রায়
সাবেক ছাত্রনেতা, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক
লন্ডন, যুক্তরাজ্য।

এ সংক্রান্ত আরও সংবাদ