সিলেট ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৩ জানুয়ারি ২০২৬ : ভেনেজুয়েলার উপর মার্কিন সামরিক আগ্রাসন ও প্রেসিডেন্ট নিকোলাই মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও জাতিসংঘ সনদের পরিপন্হী। মার্কিন সাম্রাজ্যবাদের পালের গোদা ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক দুর্বৃত্তপনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
ওয়ার্কার্স পাটির পলিটব্যুরো মনে করে ভেনেজুয়েলার তেল সম্পদের দখল সহ ল্যটিন আমেরিকায় সামরিক প্রভাব বিস্তারে এবং অনুগত সরকার প্রতিষ্ঠার লক্ষে এই সামরিক হামলা চালানো হয়েছে। ল্যাটিন আমেরিকার দেশগুলি সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র মোকাবেলা করে তাদের সার্বভৌমত্বের দখল নিয়ে ঐ দেশের জনগনের জীবনমানের উন্নয়নে কাজ করছিল। মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী লড়াই অব্যহত রেখেছিল। পুঁজিবাদী মোড়ল ট্রাম্প সরকার পৃথিবীর দেশে দেশে এখন যুদ্ধ চাপিয়ে, সরকার বদলিয়ে অথবা দেশ দখল করে তার অর্থনৈতিক সংকট মোকাবেলার চেষ্টা করছে। ভেনেজুয়েলার জনগনের উপর আক্রমণ ও বোমাবর্ষণ ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত হামলা বলেই বিবেচিত হবে। ভেনেজুয়েলার জনগনের স্বাধীনতা সার্বভৌমত্বর লড়াইয়ে ওয়ার্কার্স পার্টি সংহতি জানাচ্ছে। পৃথিবীর দেশে দেশে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামকে জোরদার করার আহবান জানানো হয়।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি