লক্ষ্মীপুরে পালিত হলো জাতীয় সমাজ সেবা দিবস

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬

লক্ষ্মীপুরে পালিত হলো জাতীয় সমাজ সেবা দিবস

Manual3 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ০৩ জানুয়ারি ২০২৬ : “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস।

Manual2 Ad Code

রাষ্ট্রীয় শোকের কারণে ২ জানুয়ারির পরিবর্তে শনিবার (৩ জানুয়ারি) দিবসটি পালন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচির সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।

Manual4 Ad Code

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হালদারের সভাপতিত্বে ও সঞ্চালনায় “আত্ম অনুসন্ধান” শীর্ষক আলোচনা সভায় মুখ্য অনুসন্ধানী হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

Manual2 Ad Code

এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসা, সাবেক প্রিন্সিপাল জেড এ ফারুকী, প্রফেসর সানি মাহাবুব, সহকারী উপপরিচালক মাহাবুব আলম, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সেডোসহ বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা, প্রতিবন্ধী সংগঠন, এতিমখানা প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানের শুরুতে আপোষহীন দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সেবা খাত হিসেবে বর্তমানে ৫৯টিরও বেশি কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা প্রদান করছে। এর মধ্যে রয়েছে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা। পাশাপাশি প্রতিবন্ধীদের চিকিৎসাসেবা ও সহায়ক উপকরণ বিতরণ, স্বেচ্ছাসেবী সংস্থা, এতিমখানা ও ক্লাবগুলোকে এককালীন অনুদান প্রদান করা হচ্ছে। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সার, স্ট্রোক, প্যারালাইসিস, থ্যালাসেমিয়া, লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় অনুদান দেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

আলোচনায় সরকারের সেবা খাতে বরাদ্দ আরও বাড়ানো, ভিক্ষাবৃত্তি নিরসন ও পুনর্বাসন, মানসিক স্বাস্থ্যসেবা জোরদার এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে ২০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার ও রিকশাভ্যান বিতরণ করা হয়। পাশাপাশি শীতার্তদের মধ্যে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ