সিলেট ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৪ জানুয়ারি ২০২৬ : সংস্কৃতি-বিরোধী অপচেষ্টা ও অশুভ শক্তির বিরুদ্ধে কবিতাকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে তুলে ধরার প্রত্যয়ে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় কবিতা উৎসব ২০২৬’।
“সংস্কৃতি-বিরোধী আস্ফালন রুখে দিবে কবিতা”—এই প্রতিপাদ্য সামনে রেখে উৎসব আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে রবিবার (০৪ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে এক বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিশিষ্ট ব্যক্তিত্ব শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন, প্রধান সমন্বয়ক কবি মানব সুরত, পরিষদের উপদেষ্টা কবি মতিন বৈরাগী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সূচনা বক্তব্যে জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “অন্ধকার দূরীভূত করে সংস্কৃতি-বিরোধী আস্ফালন রুখে দিতে জাতীয় কবিতা পরিষদ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। কবিতা কখনো নিছক শব্দের খেলা নয়—এটি প্রতিরোধের ভাষা, মুক্তির অনুপ্রেরণা।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। তিনি বলেন, “জাতীয় কবিতা উৎসব কেবল একটি সাহিত্যিক আয়োজন নয়, এটি একটি সাংস্কৃতিক আন্দোলন। এই উৎসবের মাধ্যমে আমরা মানবিক মূল্যবোধ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনার পক্ষে কবিতার শক্তিকে আরও দৃঢ়ভাবে তুলে ধরতে চাই।”
তিনি জানান, দুই দিনব্যাপী এই উৎসবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কবি, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি বিদেশের খ্যাতিমান কবি-সাহিত্যিকরাও অংশগ্রহণ করবেন।
উৎসবের উদ্বোধন করবেন জুলাইযোদ্ধা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পিতা মীর মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী।
উৎসবের দুই দিনই চলবে সেমিনার, কবিতাপাঠ, আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনা। এতে অংশ নেবেন দেশ-বিদেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী এবং সর্বস্তরের মানুষ।
সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, “জাতীয় কবিতা পরিষদ সবসময় গণতন্ত্রের পক্ষে এবং স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। ভারতীয় আধিপত্যবাদসহ সব ধরনের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে এই সংগঠন আপসহীন থাকবে।”
পরিষদের উপদেষ্টা কবি মতিন বৈরাগী বলেন,
“শিল্প কেবল শিল্পের জন্য নয়, দেশ ও মানুষের জন্য। জাতীয় কবিতা পরিষদ সেই বিশ্বাস থেকেই কবিতাকে সমাজ ও রাষ্ট্রের প্রশ্নে যুক্ত করেছে।”
সহ-সভাপতি কবি অনামিকা হক লিলি বলেন, “কবি ও কবিতার ছন্দময় বিস্ফোরণই কবিতা। শিল্পোত্তীর্ণ কবিতার শক্তি দেশ থেকে দেশান্তরে পৌঁছে যায় এবং সব অন্ধকার দূর করার ক্ষমতা রাখে।”
নির্বাহী পরিষদের সদস্য কবি শাহীন চৌধুরী বলেন, “জাতীয় কবিতা উৎসবকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় কবিতা উৎসব ২০২৬ উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)’র সুইমিংপুল চত্বরে উৎসবের দফতর স্থাপন করা হয়েছে। দেশি-বিদেশি কবিদের অংশগ্রহণের লক্ষ্যে এই দফতর প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
এবার উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আগামী ৪ জানুয়ারি থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের সময় দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং দুটি কবিতার দুই কপি করে জমা দিতে হবে।
অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে—
https://npcbd.com/utsob26
অথবা
https://jatiyokobitaparishad.com/utsob26
সংবাদ সম্মেলন শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন, জাতীয় কবিতা উৎসব ২০২৬ কবিতাকে কেন্দ্র করে একটি শক্তিশালী সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলবে এবং নতুন প্রজন্মকে মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি