সিলেট ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৫ জানুয়ারি ২০২৬ : মৌলভীবাজার জেলার চা বাগান অধ্যুষিত অঞ্চলের এক শ্রমজীবী পরিবার থেকে উঠে এসে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন মনোজ কুমার যাদব। তাঁর এই অর্জনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার চা বাগান এলাকায় সৃষ্টি হয়েছে আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার আবহ।
মনোজ কুমার যাদবের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগানে। সীমিত সুযোগ-সুবিধা, অর্থনৈতিক প্রতিবন্ধকতা ও সামাজিক বাস্তবতার মধ্যেও অধ্যবসায়, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর এই সাফল্য চা শ্রমিক জনগোষ্ঠীর সন্তানদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
শিক্ষাজীবনে ধারাবাহিক কৃতিত্ব
মনোজ কুমার যাদব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে ২০২২ সালে অনার্স এবং ২০২৩ সালে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। উভয় ক্ষেত্রেই তিনি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে তিনি মেধা ও শৃঙ্খলার পরিচয় দিয়েছেন বলে জানান তাঁর সহপাঠী ও শিক্ষকরা।
পরিবার ও সামাজিক পটভূমি
মনোজের বাবা ধনঞ্জয় যাদব ন্যাশনাল টি কোম্পানির অবসরপ্রাপ্ত টিলা ক্লার্ক। তিনি ২০১৬ সালে দীর্ঘ ৩২ বছরের কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য ছিলেন এবং দীর্ঘদিন ইউনিট রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ‘বিবেকানন্দ প্রান্তিক শিক্ষা ও সামাজিক সংগঠন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে চা শ্রমিক জনগোষ্ঠীর শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
মনোজের মা দেওন্তি রানী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ভাড়াউড়া চা বাগানের মন্দিরভিত্তিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষার প্রতি পারিবারিক আগ্রহ ও সচেতনতা মনোজের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান স্থানীয়রা।
মেধাবী ভাই-বোনের পরিবার
তিন ভাই-বোনের মধ্যে মনোজ একমাত্র ছেলে। তাঁর বড় বোন দেবকী রানী যাদব অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে শ্রীমঙ্গল সরকারি কলেজে ল্যাব সহকারী হিসেবে কর্মরত। ছোট বোন দেবশ্রী যাদব ফুল স্কলারশিপ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি), বর্ধমান থেকে ২০২৫ সালে বায়োটেকনোলজিতে অনার্স (বি.টেক) ডিগ্রি কৃতিত্বের সঙ্গে অর্জন করেছেন।
পারিবারিক ঐতিহ্য ও শ্রমজীবী ইতিহাস
মনোজের দাদী প্রভারতী গোয়ালা চাম্পারায় চা বাগান হাসপাতালে ড্রেসার হিসেবে কর্মরত। তাঁর দাদা প্রয়াত তারা প্রসাদ গোয়ালা একই হাসপাতালে ড্রেসার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের সদস্য এবং চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। শ্রম, নেতৃত্ব ও সমাজসেবার ঐতিহ্য এই পরিবারে দীর্ঘদিন ধরে প্রবহমান।
শুভেচ্ছা ও প্রতিক্রিয়া
মনোজের বাবা ধনঞ্জয় যাদব এক প্রতিক্রিয়ায় বলেন,
“ছেলের এই সাফল্য আমাদের পরিবারের নয়, পুরো চা শ্রমিক সমাজের অর্জন। অনেক কষ্টের মধ্য দিয়ে সে এগিয়েছে। আজ তার ফল পাওয়া গেল।”
সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ পাওয়ায় মনোজ কুমার যাদবকে শুভেচা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি বলেন, “চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান হিসেবে মনোজের এই অর্জন অত্যন্ত গর্বের। এটি প্রমাণ করে যে মেধা ও পরিশ্রমের সঠিক মূল্যায়ন হলে প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানরাও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে পারে।”
অনুপ্রেরণার দৃষ্টান্ত
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতারা মনে করেন, মনোজ কুমার যাদবের এই সাফল্য চা শ্রমিক পরিবারের সন্তানদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে এবং আত্মবিশ্বাস জোগাবে। ভবিষ্যতে তিনি দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা এলাকাবাসীর।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি