পেছাল মুরারিচাঁদ কলেজ বইমেলা, এপ্রিলের প্রথমদিকে আয়োজনের সিদ্ধান্ত

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬

পেছাল মুরারিচাঁদ কলেজ বইমেলা, এপ্রিলের প্রথমদিকে আয়োজনের সিদ্ধান্ত

Manual3 Ad Code

বিশেষ প্রতিবেদক | সিলেট, ২৮ জানুয়ারি ২০২৬ : ভাষাশহীদদের স্মরণে আয়োজিত সিলেটের ঐতিহ্যবাহী “মুরারিচাঁদ কলেজ বইমেলা” এবছর নির্ধারিত সময়ের পরিবর্তে আগামী এপ্রিল মাসের প্রথমদিকে অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

নির্বাচন সংশ্লিষ্ট জটিলতা ও কলেজ প্রশাসনের অনুমতি না পাওয়ায় পূর্বনির্ধারিত সময়ে বইমেলার আয়োজন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আয়োজকরা।

Manual1 Ad Code

মুরারিচাঁদ কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত এই বইমেলাটি প্রতিবছর ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে এবছর সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আয়োজকরা সময় এগিয়ে জানুয়ারি মাসে মেলা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেন এবং সে অনুযায়ী প্রস্তুতিও প্রায় সম্পন্ন করেছিলেন।

Manual8 Ad Code

কিন্তু পরবর্তীতে নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা এবং কলেজ প্রশাসনের অনুমোদন না পাওয়ায় নির্ধারিত সময়ে বইমেলা আয়োজন করা সম্ভব হয়নি। এ প্রেক্ষিতে কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে এবছরের মতো ঈদের ছুটির পর, অর্থাৎ এপ্রিলের প্রথমদিকে সুবিধাজনক সময়ে বইমেলা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়।

মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি আলী জাবের তালুকদার জানান, “আমরা জানুয়ারিতে বইমেলা আয়োজনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু নির্বাচন ও প্রশাসনিক কারণে অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে আয়োজন সম্ভব হয়নি। কলেজ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এপ্রিলের প্রথমদিকে বইমেলার আয়োজন করা হবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম গুলজার বলেন, “মুরারিচাঁদ কলেজ বইমেলা শুধু একটি বইমেলা নয়, এটি ভাষা, সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলা। সময় পরিবর্তন হলেও আমরা আশা করছি আগের মতোই পাঠক, লেখক ও প্রকাশকদের প্রাণবন্ত অংশগ্রহণ থাকবে।”

Manual6 Ad Code

তিনি আরও বলেন, সবকিছু অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই মেলার আয়োজন করা হবে এবং শিগগিরই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই বইমেলাটি সিলেট অঞ্চলের অন্যতম বৃহৎ সাহিত্য আয়োজন হিসেবে পরিচিত। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশক, লেখক, কবি ও বইপ্রেমীরা এই মেলায় অংশগ্রহণ করেন। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে আয়োজন করা এই মেলা তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, সময় পরিবর্তন হলেও এবছরের মুরারিচাঁদ কলেজ বইমেলা আরও বেশি সুশৃঙ্খল ও সমৃদ্ধভাবে অনুষ্ঠিত হবে এবং সাহিত্যপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ