মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একটি দল জনগণকে প্রতারণা করছে: নাহিদ ইসলাম

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একটি দল জনগণকে প্রতারণা করছে: নাহিদ ইসলাম

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৯ জানুয়ারি ২০২৬ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সারাদেশে জনগণকে প্রতারণা করছে। তারা মামলা বাণিজ্য করেছে এবং এখন ভোটের বিনিময়ে মামলা তুলে নেওয়ার কথা বলছে, যা স্পষ্ট প্রতারণা।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পেট্রল পাম্প চত্বরে অনুষ্ঠিত এক গণসংযোগ ও নির্বাচনী পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশের সমর্থনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

Manual8 Ad Code

নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশ আর পুরোনো পথে চলবে না। এই দেশ একটি নতুন বাংলাদেশে রূপ নেবে, যেখানে মিথ্যা, দুর্নীতি ও জুলুমের কোনো স্থান থাকবে না।” তিনি বলেন, বর্তমান নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাইয়ের নির্বাচন নয়, বরং এটি জনগণের ভবিষ্যৎ নির্ধারণের জন্য গণভোট হবে।

তিনি সব রাজনৈতিক মত ও পথের মানুষকে ‘শাপলা কলি’ প্রতীকের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “শাপলা কলি প্রতীক ইনসাফ ও ন্যায়বিচারের প্রতীক। এই প্রতীকের নেতৃত্বে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “জনগণ এখন সচেতন। তারা আর ফাঁকা বুলি ও মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হবে না। বিচার-বিশ্লেষণ করেই জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।” তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানান, তারা যেন ব্যক্তি বা দলের কথায় নয়, বরং কাজ, আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে ভোট দেন।

Manual2 Ad Code

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তিনি বলেন, এই নির্বাচন দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত এনসিপি।

এছাড়াও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক, দলের সদস্য ব্যারিস্টার নূরুল হক এবং মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ।

Manual7 Ad Code

বক্তারা সবাই জনগণের ভোটাধিকার রক্ষা, সুষ্ঠু নির্বাচন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির সিলেট বিভাগীয়, মৌলভীবাজার জেলা এবং শ্রীমঙ্গল–কমলগঞ্জ এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও জনসমাগম লক্ষ্য করা যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ