সিলেট ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬
আমি যখন শ্রীমঙ্গলে শ্রমিক ও মধ্যবিত্ত মানুষের মাঝে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তখন আমার প্রায়ই বসার জায়গা ছিল হামিম ভাইয়ের কম্পিউটার ও ফটোকপির দোকানে। আমার বাসা থেকে উনার অফিস মাত্র চার–পাঁচ মিনিটের পথ। মানুষ সম্পর্কে যার ছিল পরিষ্কার ধারণা—মানুষকে তিনি অন্যরকমভাবে ভালোবাসতেন।
হামিম ভাইয়ের মনে সবসময়ই ছিল সুশাসনের এক গভীর আকাঙ্ক্ষা। শহর পরিষ্কার থাকতে হবে, সবকিছু পরিষ্কার থাকতে হবে—এই ছিল তাঁর স্বপ্ন। মন যদি পরিষ্কার হয়, তবে একজন মানুষ চায় তার শহর, তার দেশ, তার পৃথিবীও পরিষ্কার থাকুক। ঠিক এমনই একজন মানুষ ছিলেন আমাদের প্রিয় হামিম ভাই।
তিনি আওয়ামী ছাত্রলীগের রাজনীতি করতেন (যদিও আমিও কলেজজীবনে করতাম, উনি আমার এক বছরের সিনিয়র ছিলেন), কিন্তু শ্রীমঙ্গলের তথাকথিত আওয়ামী সুবিধাবাদী রাজনীতির সঙ্গে তিনি কখনো নিজেকে বিলিয়ে দেননি।আমার জানা মতে, স্থানীয় রাজনীতিতে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও পদকেন্দ্রিক রাজনীতির তিনি ছিলেন স্পষ্ট বিরোধী।
আমার কাছে দেশপ্রেম মানে—যখন দেখি এমন একজন মানুষ এখনও আছেন, তখন আমি তাঁদের জন্য আশা ও ভরসা নিয়ে দেশকে ভালোবাসি। এই মানুষগুলোকেই নিয়ে আমাদের দেশ বাংলাদেশ—যার জন্য আমরা আজও কাঁদি।
যাই হোক, প্রকৃতি তার নিজস্ব নিয়মে দায়িত্ব পালন করেছেন। এই জঘন্য সমাজ থেকে হয়তো তাকে তুলে নিয়ে গেছেন। আমাদের কষ্ট হচ্ছে—কিন্তু আমরা জানি না ঈশ্বর কোন কাজ কেন করেন। হয়তো এই সময়েই চলে যাওয়াই ছিল তাঁর জন্য ঈশ্বরের সত্য সিদ্ধান্ত।
তবুও আমরা মায়ার বন্ধনে আবদ্ধ। তাই মেনে নিতে আমাদের কষ্ট হয়।
আমি সচেতনভাবে দায়িত্ব নিয়ে তাঁর বন্ধু, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন ও পরিবারের সকলের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি—হামিম ভাইয়ের আত্মা যেন শান্তিতে থাকে।
আর আমাদের দ্বারা যদি কখনো কোনো ভুল হয়ে থাকে, আমাদের ক্ষমা করে দেবেন—হামিম ভাই। ????
#
জয়দ্বীপ রায়
লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক ছাত্রনেতা।
লন্ডন, যুক্তরাজ্য।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি