কোন কারণ ছাড়াই ঝগড়া করতে চাই!

প্রকাশিত: ৭:৩৯ পূর্বাহ্ণ, মে ৯, ২০২১

কোন কারণ ছাড়াই ঝগড়া করতে চাই!

Manual7 Ad Code

।।|| নাজমা আক্তার রেশমী ||।। কক্সবাজার, ০৯ মে ২০২১ : আমার কাছে জীবনের প্রতিটা দিন মা দিবস।তোমার সাথে কাটানো প্রতিটা মূহুর্ত স্পেশাল।

Manual8 Ad Code

যে ভয়টা আকড়ে ধরে বড় হয়েছি প্রতিনিয়ত সেটা বাড়ছে। তবে এটাই চাই আল্লাহর কাছে আমার হায়াতের অর্ধেক যেন তোমাকে দেয়।
আমার ডিপ্রেশনে ভোগার অনেক কারনের মধ্যে একটি কারন তুমি মা।তোমাকো হারানোর ভয় নিয়ে বড় হয়ে উঠেছি ১০/১১বছর বয়স থেকে।
যেটা প্রতিনিয়ত আমাকে ভোগায়, ভয় হয় এ বুঝি কিছু হয়ে গেল।
আমি আরো একযুগ তোমাকে নিয়ে কাটাতে চাই।তোমার হাতে খেতে চাই। তোমার সাথেই, কোন কারণ ছাড়া ঝগড়া করতে চাই।

?
Love you ma

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual8 Ad Code