কোভিড-১৯ ও শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োজনীয়তা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওয়েবিনার কাল

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২১

কোভিড-১৯ ও শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োজনীয়তা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওয়েবিনার কাল

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৩ সেপ্টেম্বর ২০২১ : চলমান করোনা মহামারি এবং আসন্ন তামাক মহামারির ঘেরাটোপে জনস্বাস্থ্য। শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনই পারে উভয় মহামারির কবল থেকে জনস্বাস্থ্যকে কার্যকর সুরক্ষা প্রদান করতে। তাই সংশোধনীর মাধ্যমে বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইনটি যুগোপযোগী করা এখন সময়ের দাবি। এ বিষয়ে বিদ্যমান অবস্থা ও করণীয় তুলে ধরতে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা ‘কোভিড-১৯ ও শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োজনীয়তা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছে।

Manual4 Ad Code

আগামীকাল ০৪ সেপ্টেম্বর ২০২১ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠেয় এই ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবের হোসেন চৌধুরী এমপি, সভাপতি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর সমন্বয়কারী (অতিরিক্ত সচিব) হোসেন আলী খোন্দকার।
অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতিমান অভিনেতা আবুল হায়াত; বিশিষ্ট সাংবাদিক এবং টিভি টুডে’র এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল; দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম; নিউজ টুয়েন্টিফোরের প্রধান বার্তা সম্পাদক কবি ও লেখক শাহনাজ মুন্নী; জনপ্রিয় মডেল ও ক্রীড়া সংগঠক মোহাম্মাদ ফয়সাল আহসান উল্লাহ; ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস্ (সিটিএফকে) বাংলাদেশ এর লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডা. সৈয়দ মাহফুজুল হক; মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, বিশিষ্ট কলামিস্ট ও অারপি নিউজের সম্পাদক সৈয়দ অামিরুজ্জামান।
বিশিষ্ট অর্থনীতিবিদ জাতীয় তামাকবিরোধী মঞ্চের আহ্বায়ক ড. কাজী খলীকুজ্জমান আহমদ ওয়েবিনারে সভাপতিত্ব করবেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিচের জুম লিংক এ সকাল ১১টায় প্রবেশ করার জন্য অনুরোধ করছি।

Manual5 Ad Code

জুম লিংক: https://us02web.zoom.us/j/83244861912?pwd=bVZ2Y1c5dFR1dXc1MnBzYzdVSU1sQT09
আইডি: 832 4486 1912
পাসওয়ার্ড: 261298

বি.দ্র: অনুষ্ঠানটি www.facebook.com/tobaccoFreeWe, facebook.com/PROGGA এবং facebook.com/tobaccoindustrywatchbd থেকে সরাসরি প্রচার করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code