করোনা ভাইরাসের সাথে আমলাতান্ত্রিক ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে: মেনন

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, মে ২১, ২০২০

করোনা ভাইরাসের সাথে আমলাতান্ত্রিক ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে: মেনন

Manual3 Ad Code

ঢাকা, ২১ মে ২০২০: “ত্রাণের তালিকায় ভূয়া নামের অন্তর্ভুক্তির জন্য কেবল স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযুক্ত করে আসল সত্যকে আড়াল করা হচ্ছে। এবার এই ত্রাণ সহায়তায় সমস্ত দায়িত্ব আমলাদের হাতে। তারা একদিন দু’দিনের মাথায় তালিকা তৈরির নির্দেশ দিলে অসাধু ব্যক্তিরা এর সুযোগ নিবে সেটাই স্বাভাবিক। আর এর সাথে ঐ হুকুমদাতা আমলাদের যোগসাজস নাই তাই বা কে বলবে। সংসদ সদস্য হিসেবে এই তালিকা তৈরির ব্যাপারে আমলাতান্ত্রিক হুকুমনামার আমার প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতেই একথা বলছি। আসলে এ ধরনের তালিকা তৈরির ব্যাপারে পাকিস্তান আমলের আমলতান্ত্রিক পদ্ধতিই অনুসরণ করা হয়েছে। ‘সফটওয়ারে’ সব কালোকে সাদা করার দাবি ঠিক না। কারণ মানুষই এর পিছনে কাজ করে। জনপ্রতিনিধিদের পিছনে ঠেলে দিয়ে আমলাতন্ত্র যখন ড্রাইভারের সিটে বসে তখন এ ধরনের অন্যায় হবেই। এটা ঠিক যে ত্রাণের চাল আত্মসাতের জন্য বহু স্থানীয় জনপ্রতিনিধিদের বরখাস্ত করা হয়েছে। কিন্তু যারা পিছনে থেকে নাটাই ঘোরাচ্ছে তাদের বরখাস্ত করবে কে? আসলে রাষ্ট্রযন্ত্র যখন রাষ্ট্রকে দখল করে নেয় তখন এই বিপত্তি বাড়ে। করোনা ভাইরাস মোকাবেলায় জীবন ও জীবিকার উভয় প্রশ্নে আমলাতান্ত্রিক সিদ্ধান্ত ও ব্যবস্থা এর প্রমাণ। এটা হচ্ছে প্রধানমন্ত্রীকে সামনে রেখে বি-রাজনীতিকরণের প্রক্রিয়া। করোনা ভাইরাসের সাথে আমলাতান্ত্রিক ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।”

Manual4 Ad Code

আজ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরীর ঈদ-পূর্ব ত্রাণ প্রদান কর্মসূচির সমাপনীতে পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি একথা বলেন। ওয়ার্কার্স পার্টির এই ত্রাণ তৎপরতায় যারা সহযোগিতা করেছেন তাদের তিনি ধন্যবাদ জানান।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code