পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় সংক্রান্ত সরকারের নির্দেশনা

প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২০

পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় সংক্রান্ত সরকারের নির্দেশনা

Manual8 Ad Code

সৈয়দ অারমান জামী, ২৪ মে ২০২০: স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় প্রসঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

করোনাভাইরাস এর সংক্রমণ কমানোর জন্য সরকার ধর্মপ্রাণ মুসলিমদের *এবছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে* ঈদ-এর নামাজের জামায়েত আদায় করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। বিজ্ঞপ্তির নির্দেশনাগুলো হলো:

Manual4 Ad Code

১. ইসলামী শরীয়তে ঈদগাহ বা খোলা জায়গায় পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামায়াত আদায়ের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। কিন্তু বর্তমানে সারা বিশ্বসহ আমাদের দেশে করোনাভাইরাস পরিস্থিতিজনিত ওজরের কারণে মুসুল্লিদের জীবন ঝুঁকি বিবেচনা করে এবছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামায়াত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামায়াত অনুষ্ঠিত হবে;

Manual4 Ad Code

২. ঈদের নামাজের জামায়াতের সময় মসজিদে কার্পেট ব্যবহার করা যাবে না। নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মুসুল্লিগন প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন;
৩. করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে ওযুর স্থানে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে;
৪. মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে;
৫. প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে মসজিদে আসতে হবে এবং ওযু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে;
৬. ঈদের নামাজের জামায়াতে আগত মুসুল্লীকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামায বা টুপি ব্যবহার করা যাবে না;
৭. ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে;
৮. এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে;
৯. শিশু, বয়োবৃদ্ধ, যে কোনো অসুস্থ্য ব্যক্তি এবং অসুস্থ্যদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের নামাজের জামায়াতে অংশগ্রহণ করতে পারবে না;
১০. সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতকল্পে, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে;
১১. করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে জামায়াত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করতে বলা হচ্ছে;
১২. করোনাভাইরাস মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র ঈদ-উল-ফিতর এর নামাজ শেষে মহান রাব্বুল আলামিন এর দরবারে দোয়া করার জন্য খতিব এবং ইমামগণকে অনুরোধ করা যাচ্ছে;
১৩. খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি এ বিষয়গুলোর বাস্তবায়ন করবে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code