সচিব হলেন প্রদীপ রঞ্জন চক্রবর্তী

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

সচিব হলেন প্রদীপ রঞ্জন চক্রবর্তী

ঢাকা, ২৭ মে ২০২০: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

এই কর্মকর্তাকে সচিব করে পরিকল্পনা কমিশনের সদস্যা নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পরিকল্পনা কমিশনের সদস্য সাহিন আহমেদ চৌধুরী আগামী ১ জুন অবসরে যাবেন। পরিকল্পনা কমিশনের সদস্যদের পদটি সচিব পদমর্যাদার।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জহুরুল ইসলাম রোহেল জাতীয় ‍মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন।
জহরুলকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ সংক্রান্ত আরও সংবাদ