সিলেটের মহানগর জাসদ সভাপতি মিশফাক চৌধুরী মিশু আর নেই

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২২

সিলেটের মহানগর জাসদ সভাপতি মিশফাক চৌধুরী মিশু আর নেই

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ০৫ নভেম্বর ২০২২ : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সিলেট মহানগর শাখার সভাপতি, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি ও নব্বই দশকের জনপ্রিয় মডেল মিশফাক আহমদ চৌধুরী মিশু আর নেই।
আজ শনিবার (৫ নভেম্বর ২০২২) ভোরে ৫টায় তিনি সিলেট শহরের রায়নগর আবাসিক এলাকায় বসুন্ধরা-৩৪ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ আত্মীয়-স্বজন-অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব হযরত শাহজালাল (র) মাজার সংলগ্ন মসজিদে মরহুমের জানাজা শেষে দরগাহ কবরস্থানে দাফন করা হবে।

Manual7 Ad Code

সিলেট এমসি কলেজের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা মিশুর ৯০ দশকে মডেল হিসেবে টেলিভিশন মিডিয়ায় আবির্ভাব। রাজনীতির পাশাপাশি তিনি বেশকিছু বিজ্ঞাপনে মডেলিংয়ের পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেন। টেলিভিশনে আসার আগে থেকেই মঞ্চ নাটকের সাথে সম্পৃক্ত ছিলেন মিশু। তিনি লিটল থিয়েটার সিলেটের নাট্যকর্মী।

Manual2 Ad Code

২০১৬ সাল থেকে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন মিশু।

করোনা সংক্রমণ এবং সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সিলেটে সংস্কৃতিকর্মীদের ‘কলের গাড়ি’র মাধ্যমে খাদ্য ও ত্রাণ সহায়তার অন্যতম উদ্যোক্তা ছিলেন মিশু।

মিশুর স্ত্রী মাহজাবীন জহুরা কাকনও মডেল ও নৃত্যশিল্পী।

Manual6 Ad Code

তার মৃত্যুতে সিলেটের রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যু সংবাদ শোনার পর থেকেই তার বাসায় ভিড় করছেন রাজনীতি সংস্কৃতি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Manual3 Ad Code

জাসদের শোক

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ৫ নভেম্বর ২০২২ শনিবার এক শোকবার্তায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহযোদ্ধাদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, মিশফাক আহমদ চৌধুরী মিশু জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের রাজনীতি করেছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ,অসম্পদায়িক মানুষ ছিলেন। তিনি, রাজনীতিতে নিবেদিতপ্রাণ, ত্যাগী, সংগ্রামী নেতা ছিলেন। তারা বলেন, প্রয়াত মিশফাক আহমদ চৌধুরী মিশু সকল ধরণের বিভ্রান্তি, লোভ, মোহ, স্বার্থকে উপেক্ষা করে জীবনের শেষদিন পর্যন্ত জাসদের পতাকা সমুন্নত রেখে সমাজের শোষন ও বঞ্চনার অবসানে লড়াই করে গেছেন।

সৈয়দ আমিরুজ্জামানের শোক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহযোদ্ধাদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code