২৪ বছর বয়সেই না ফেরার দেশে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২

২৪ বছর বয়সেই না ফেরার দেশে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | কলকাতা (ভারত), ২০ নভেম্বর ২০২২ : লড়াই শেষ। আর ফিরল না জ্ঞান। শনিবার রাতে বাড়াবাড়ি হয়। সকালেও অনেক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। শেষ পর্যন্ত দুপুরে ১২টা ৫৯ মিনিটে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

Manual6 Ad Code

রবিবার সকালেও অভিনেত্রীর বেশ কয়েক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তার পর থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। সেই সময় হাসপাতালে ছিলেন তাঁর মা-বাবা এবং পরিবারের আরও কিছু সদস্য। রবিবার সকালেই ঐন্দ্রিলার মা জানান, মেয়ে একদমই ভাল নেই। ১ নভেম্বর হাসপাতালে ভর্তির পর দিন যত এগিয়েছে ততই কঠিন হয়েছে ঐন্দ্রিলার লড়াই।
গত ১৪ নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হৃদ্‌যন্ত্র স্তব্ধ হয়ে যাচ্ছিল বার বার। শনিবার (১৯ নভেম্বর) রাতে বার দশেক কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে হাসপাতাল সূত্রে খবর। এই ধাক্কা আর সামলাতে পারলেন না ঐন্দ্রিলা।
অতীতে দু’বার ক্যানসারে আক্রান্ত হয়েও চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন ঐন্দ্রিলা। ২০১৫ সালে, একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম বার ক্যানসার ধরা পড়ে তাঁর। কর্কট রোগের আক্রমণ হয়েছিল তাঁর অস্থিমজ্জায়। দ্বিতীয় বার ২০২১ সালে। সে বার ফুসফুসে টিউমার। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সঙ্গে সঙ্গেই চলছিল তাঁর অভিনয়ের কাজ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code