তারুণ্যের উচ্ছ্বাসের ‘জন্মযুদ্ধের কবিতা’ আবৃত্তি

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৩

তারুণ্যের উচ্ছ্বাসের ‘জন্মযুদ্ধের কবিতা’ আবৃত্তি

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম, ৩১ মার্চ ২০২৩ : চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে নান্দনিক আবৃত্তি অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
‘জন্মযুদ্ধের কবিতা’ শিরোনামের এ অনুষ্ঠানের আয়োজন করে বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস।
আজ শুক্রবার (৩১ মার্চ ২০২৩) সকাল ১০টায় এ আয়োজনের উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ইমরান।
তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তলাপাত্র।
অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী সাফা মারওয়ার সঞ্চালনায় স্বদেশ, একাত্তর ও মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি করেন তারুণ্যের উচ্ছ্বাসের বড়দের বিভাগের নবীন সদস্য পায়েল বিশ্বাস, অনামিকা দাশ, পূর্নিমা লালা, সুষ্ময় পাল শুভ, তন্বী ঘোষ নন্দী, নাজিম উদ্দীন, তাহসির আরাফাত, ভূবন দাশ, প্রজ্ঞা লাবনী, অরিন্দম সরকার, নিলয় পাল, বর্ণ সরকার, নিলয় পাল, পুনম মাথ, মেহেরাজ উদ্দিন এবং ছোটদের বিভাগের সদস্য কাজী আকসা নাজাকা, ত্রয়ী পান্থ, ত্রিধা পান্থ, দেবজিত বিশ্বাস, দ্বিপান্বীতা আইচ কথা, উচ্ছ্বাস সেন, শান বড়ুয়া, জেনি বড়ুয়া, সকাল চৌধুরী, সুর্য চৌধুরী, অমৃতা দেব, আদৃতা বর্ধন, নিতাশ্রী মজুমদার, প্রযুক্তি দাশ, স্বচ্ছ দাশ, স্বাগত দাশ, অরিন্দম অভ্র ও সামিরা তাসনিম।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code