সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | সিলেট, ২১ জুন ২০২৩ : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (২১ জুন ২০২৩) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শুরু হওয়া নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের। ভোটার উপস্থিতিও চোখে পড়ার মতো। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সকাল ৮টা থেকে ভোট দিচ্ছেন নারী-পুরুষ ভোটাররা। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কারণে সময়ও লাগছে কম।
নির্বাচন কমিশন জানিয়েছে, সিলেট সিটিতে ১৯০টি কেন্দ্রে ১ হাজার ৩৬৪টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। এক হাজার ৭৪৭টি সিসি ক্যামেরা দিয়ে সিলেট সিটির ভোট নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সিলেট সিটিতে ৪ লাখ ৪৭ হাজার ৭৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ২৩৬ জন, মহিলা ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং ছয় জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
সিলেট সিটিতে মেয়র পদে ৮ জন, ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭৩ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র প্রার্থীরা হলেন, ১৪ দলীয় জোট ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সমর্থিত বাংলাদেশ আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র মো. আব্দুল হানিফ, মো. ছালাহ উদ্দিন রিমন, মো. শাহজাহান মিয়া এবং মোশতাক আহমেদ রউফ মোস্তফা।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D