মার্কিন সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক আস্ফালন দেশ ধ্বংসের অশনিসঙ্কেত: আমিনুল ইসলাম গোলাপ

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩

মার্কিন সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক আস্ফালন দেশ ধ্বংসের অশনিসঙ্কেত: আমিনুল ইসলাম গোলাপ

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২১ জুন ২০২৩ : “মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের এদেশীয় চিরমিত্র দক্ষিণপন্থী সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির আস্ফালন মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা বাংলাদেশের জন্য অশনিসঙ্কেত।”
বিক্ষোভ মিছিল শেষে এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও জাতীয় কৃষক সমিতির সভাপতি কমরেড আমিনুল ইসলাম গোলাপ একথা বলেন।

রাজধানীর শাহবাগে যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এমন মন্তব্য করে দেশবিরোধী সকল চক্রান্ত রুখে দিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ লড়াই গড়ে তোলার আহ্বান জানান।
আজ বুধবার (২১ জুন ২০২৩) জাতীয় জাদুঘরের সামনে ওই সমাবেশের আয়োজন করেছিল বাংলাদেশ যুবমৈত্রী।
‘মার্কিন সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র রুখো, জামাতসহ মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি প্রতিহত কর এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশের স্বাধীনতা ও সার্ভৌমত্ব রক্ষা কর’-এই শ্লোগানের ভিত্তিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, “আমাদের দেশের নির্বাচন ও সরকার গঠনের সিদ্ধান্ত নিবে এদেশের জনগণ। এখানে মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের মিত্রদের নাক গলানো দেশের সার্বভৌমত্বে আঘাতের শামিল। যাদের নিজের দেশের গণতন্ত্র ও মানবতা প্রশ্নবিদ্ধ এবং যারা সারা দুনিয়ার দেশে দেশে রক্তের হোলি খেলায় চরম মানবতা ধ্বংস করেছে, তাদের মুখে অন্য দেশের গণতন্ত্র ও মানবতা রক্ষার ছবক দেওয়া মানায় না। মার্কিনীরা মুক্তিযুদ্ধেও বাংলাদেশের বিরোধীরা করেছে, এখনো করছে। মূলত তারা বাংলাদেশকে কোয়াডে দেখতে চায়, এদেশের সেন্টমার্টিন চায়। সেকারণে তারা পথের কাঁটা ক্ষমতাসীন সরকারকে হটিয়ে তাদের মিত্র দক্ষিণপন্থী সাম্প্রদায়িক অপশক্তিকে ক্ষমতায় বসাতে সব রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”
বক্তারা বলেন, “অন্যদিকে দীর্ঘ ১০ বছর পর নির্বাচন কমিশনে নিবন্ধন হারানো এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী দল হিসেবে পরিচিত ধর্মান্ধ সাম্প্রদায়িক দল জামাতের রাজধানীতে পুলিশের অনুমতিতে প্রকাশ্য সমাবেশ কোন আলামত তা আমরা জানিনা। তবে মনে রাখতে হবে মার্কিন সাম্রাজ্যবাদ ও জামাত শিবির চক্রান্ত একসূত্রে গাঁথা। ক্ষমতার লড়াইয়ে তাদের সাথে আপোস করলে সুযোগ পেলেই তারা ছোবল মারবে। এই দুই অপশক্তি কারো বন্ধু হলে তার আর শত্রুর প্রয়োজন হবে না।”
সমাবেশ থেকে মার্কিন সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক অপশক্তি রুখে দাঁড়াতে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ যুবমৈত্রী’র সভাপতি তৌহিদুর রহমান তৌহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাপস দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আমিনুল ইসলাম গোলাপ।
সংহতি বক্তব্য রাখেন জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন। আরো বক্তব্য দেন যুবমৈত্রী’র সহ-সভাপতি কায়সার আলম, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) ফারুক আহমেদ রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোজ বাড়ৈ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইয়াদুল ইসলাম, দক্ষিণের সভাপতি ওমর ফারুক সুমন, দপ্তর সম্পাদক মাহাবুদ রানা তরুণ প্রমুখ।