আখচাষী নেতা শহীদ কমরেড আব্দুস সালামের ৩১তম শাহাদাৎ বার্ষিকী অাজ

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৩

আখচাষী নেতা শহীদ কমরেড আব্দুস সালামের ৩১তম শাহাদাৎ বার্ষিকী অাজ

বিশেষ প্রতিবেদক | লালপুর (নাটোর), ২২ জুন ২০২৩ : আখচাষী নেতা শহীদ কমরেড আব্দুস সালামের ৩১তম শাহাদাৎ বার্ষিকী অাজ।
১৯৯২ সালে ২২ জুন সকাল ১০টায় নর্থ বেঙ্গল সুগার মিলের ২ নং গেটের সামনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড আব্দুস সালামকে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা গুলি হত্যা করে।
উত্তরবঙ্গের আখচাষী নেতা কমরেড আব্দুস সালামের খুনিদের বিচারকাজ শেষ করার দাবী করেছেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।