সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২২ জুন ২০২৩ : গোপালগঞ্জে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চাষাবাদ উপযোগী ফসলের আধুনিক উৎপাদন কলা কৌশল শীর্ষক বৈজ্ঞানিক সহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অদ্য বৃহস্পতিবার (২২ জুন ২০২৩) সকাল ১০টায় কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এম. এম কামরুজ্জামান।
উপ প্রকল্প পরিচালক ড. মো. হারুনর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আ: কাদের সরদার, কৃষি গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বসার, বৈজ্ঞানিক কর্মকর্তা আখতারুজ্জামান সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস কথা।
এ প্রশিক্ষণে কৃষি গবেষণা ইনস্টিটিউটের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলার ৩০ জন বৈজ্ঞানিক সহকারী অংশ নেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D