বাংলাদেশের মানুষ কেন ভারত বিরোধী?

প্রকাশিত: ৪:০৭ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২০

বাংলাদেশের মানুষ কেন ভারত বিরোধী?

Manual5 Ad Code

|| মুজিব রহমান || ২৩ জুন ২০২০ : বাংলাদেশ একসময় ভারতেরই অংশ ছিল। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আলাদা হলেও এজন্য কোন যুদ্ধও করতে হয়নি। বৃটিশরাই ভাগ করে দিয়েছে ভারত ও পাকিস্তানকে। দীর্ঘ যুদ্ধ করতে হয়েছে বাংলাদেশকে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধেই। সেই যুদ্ধে ভারত আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে। অন্তত ১ কোটি লোককে আশ্রয় দিয়েছে, যুদ্ধে প্রশিক্ষণ দিয়েছে, অস্ত্র দিয়েছে। প্রতিবেশি দুটি দেশের মধ্যে কোন যুদ্ধও হয়নি। অথচ বাংলাদেশের অধিকাংশ মানুষই এখন ভারত বিরোধী বলেই মনে করে খুদ ভারতই! আবার ভারতের সিনেমা, সিরিয়াল, গান, পোশাক, চিকিৎসা, ভ্রমণ, আইপিএল বাংলাদেশের মানুষ এতো পছন্দ করে। তারপরও কেন এমনটা হল? সাম্প্রতিক ভারত-চীন যুদ্ধে সামাজিক মিডিয়া, বিভিন্ন পত্রিকায় মন্তব্য দেখে ধারণা করা যায় ভারতের মার খাওয়াতে বাংলাদেশের অধিকাংশ মানুষই খুশি। আনন্দবাজার পত্রিকাসহ ভারতের অনেক মিডিয়াই আশঙ্কা করছেন খয়রাত (ভিক্ষা) দিয়ে বাংলাদেশকেও চীন ভাগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের মানুষ এই খয়রাতি মন্তব্য দেখেও ক্ষুন্ন হয়েছে। ভারত বিদ্বেষটা নতুন কিছু নয়। সেই ১৯৪৭-১৯৭০ ও ১৯৭২-২০২০ সুদীর্ঘ সময়। ভারত বিদ্বেষের বিভিন্ন সময় বিভিন্ন রকম কারণ ছিল। এতো ভারত বিরোধীতার কারণ কি হতে পারে?

Manual3 Ad Code

এনআরসি
ফারাক্কা বাঁধ
তিস্তার পানি
সীমান্তে হত্যা
ধর্মীয় বিদ্বেষ
রাজনীতিতে হস্তক্ষেপ
বাবড়ি মসজিদ ভাঙ্গা
ভারতে মুসলিম নিপীড়ন
সার্বভৌমত্বের জন্য হুমকী
ভারতের দাদাগিরি আচরণ
বিভিন্ন সময়ে সংঘটিত দাঙ্গার রেশ
আওয়ামীবিরোধী রাজনীতির প্ররোচনা
ভারতের প্রতিবেশি দেশের সাথে খারাপ সম্পর্ক
ভারতের মিডিয়া ও নেতৃত্বর অবজ্ঞার চোখে দেখা
বাংলাদেশের কিছু রাজনীতিবীদের অহেতুক ভারত তোষণ

এভাবেই ঘৃণার সিঁড়ি তৈরি হয়েছে। ভারতে আবার মিশ্র অবস্থা মনে হয়েছে- অনেকে বাংলাদেশকে ছোট ভাই মনে করে, অনেকে মুসলিম দেশ বলে ঘৃণার চোখে দেখে, অনেকে আশা করে একদিন বাংলাদেশ ভারতেই বিলীন হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষের এই ভারত বিরোধীতাটার কারণ অনুসন্ধান করা দরকার। গবেষণার ফল বিশ্লেষণ করে ভারতেরই উচিৎ বিদ্বেষের কারণগুলো দূর করা।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code