সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | নওগাঁ, ৩১ অক্টোবর ২০২৩ : নওগাঁ জেলায় আজ তিনদিনব্যাপী ভরতনাট্যম প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
ভারতবর্ষের সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়।
মঙ্গলবার (৩১ অক্টোবর ২০২৩) সকাল ১০টায় নওগাঁ’র জেলা প্রশাসক মো. গোলাম মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের যুগ্ম সম্পাদক ড. শান্তনু সেনগুপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারবর্ষের প্রখ্যাত নৃত্যগুরু কোহিনুর সেন বরাট, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এএসএম রায়হান আলম, কলকাতার বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক সুমি সেন কুন্ডু এবং শুভঙ্কর কুন্ডু উপস্থিত ছিলেন।
নওগাঁ ও বগুড়া জেলা থেকে পায় ৭০জন প্রশিক্ষানার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণ শেষে আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় বিতরণ অনুষ্ঠানে ভারতের কলকাতা এবং বাংলাদেশের নওগাঁ ও বগুড়া জেলার শিল্পীদের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি