সংসদে সংশোধিত আকারে অর্থ বিল পাস

প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২০

সংসদে সংশোধিত আকারে অর্থ বিল পাস

ঢাকা, ৩০ জুন ২০২০: সরকারের আর্থিক প্রস্তাবসমূহ কার্যকরণ এবং কতিপয় বিদ্যমান আইন কর প্রস্তাব সংশোধন করে সংসদে অর্থ বিল, ২০২০ সংশোধিত আকারে পাস করা হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করেন। গত ১১ জুন তিনি বিলটি সংসদে উত্থাপন করেন।
বিলে সরকারের আর্থিক প্রস্তাবাবলী, কর কাঠামোসহ এ সংক্রান্ত বিধান কার্যকর করার সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।
বিল পাসের প্রক্রিয়ায় এর ওপর সরকারি দলের অধ্যাপক আলী আশরাফ ও আবুল হাসান মাহমুদ আলী, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, মশিউর রহমান রাঙ্গাঁ, মজিবুল হক শামীম হায়দার পাটোয়ারী, পীর ফজলুর রহমান, রওশন আরা মান্নান এবং বিএনপির হারুনুর রশীদের প্রস্তাবের পেক্ষিতে জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবসহ কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ