জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৪

জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ জুন ২০২৪ : শ্রীমঙ্গলে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুন ২০২৪) সোনালী ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংকের শ্রীমঙ্গল শাখার প্রধান এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক।

জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের যুগ্ম পরিচালক (ক্যাশ) আবু তাহির মো. হাবিবুল্লাহ।

স্মার্ট ব্যাংকিং সম্পর্কে অবহিত করেন বাংলাদেশ ব্যাংকের সহযোগী পরিচালক ফারহানা ইয়াসমিন।

এছাড়াও বক্তব্য দেন মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সুজিত কুমার রায়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু প্রমুখ।