আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হারুন

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৪

আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হারুন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৪ অক্টোবর ২০২৪ : শিক্ষার্থীদেরকে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি ধর্ম, নৈতিকতা ও আধ্যাত্মিকতার মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবার মহান লক্ষ্য নিয়ে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ড গঠিত হয়েছে।

Manual7 Ad Code

আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব গভর্নেন্সের চেয়ারম্যান কবি ও সমাজবিজ্ঞানী প্রফেসর ড. মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে বৃহস্পতিবার গুলশানস্থ ট্রাস্টি বোর্ড অফিসে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হিডস গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লায়ন ড. হারুন উর রশীদ। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সদস্য ড. জাহিদ আহমেদ চৌধুরী ও ব্যবসায়ী নেতা শিহাব রিফাত আলম। ট্রেজারার নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক ও ২০১৮ সালে কোটা সংস্কার রিট পিটিশনার মোহাম্মদ আবদুল অদুদ।

Manual6 Ad Code

ট্রাস্টের অন্যান্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী, অধ্যাপক ড. সরদার মজিবুর রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ মাসউদুর রহমান তালুকদার, কবি জামসেদ ওয়াজেদ, হাসান শিমুন ফারুক রবিন, লায়ন নাজনীন সুলতানা লুনা ও ফাঈমা আহমেদ চৌধুরী প্রমুখ।

Manual2 Ad Code

সভায় বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা মনোনীত হন সাবেক সচিব সৈয়দ মার্গুব মোরশেদ, বিচারপতি আলী আসগর খান, অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক ড. আব্দুল জলিল চৌধুরী ও প্রিন্সিপাল ওমর ফারুক। এসময় বোর্ড অব গভর্নেন্সের মধ্য থেকে উপস্থিত ছিলেন কবি অশোক ধর, লায়ন জিএম ইমাম হোসেন ইমন, নাজনীন আক্তার বিউটি, মাঈনউদ্দীন, সাদিয়া তাসলিম, কবি মফিজ উদ্দিন ও ফরিদ মিয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ