খাদ্যাভ্যাস ও উচ্চ রক্তচাপ ঝুঁকি শীর্ষক ওয়েবিনার কাল

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪

খাদ্যাভ্যাস ও উচ্চ রক্তচাপ ঝুঁকি শীর্ষক ওয়েবিনার কাল

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৪ অক্টোবর ২০২৪ : বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৪) সকাল ১১টায় অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহায়তায় “খাদ্যাভ্যাস ও উচ্চ রক্তচাপ ঝুঁকি” শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছে।

আয়োজকরা জানান, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অভাবে বাংলাদেশের জনগণের মধ্যে উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকিসহ বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ এবং মৃত্যু ক্রমবর্ধমান হারে বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিদ্যমান পরিস্থিতি এবং আমাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করতে ওয়েবিনারে উপস্থিত থাকবেন ড. মোহাম্মদ মোস্তফা, সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ; অধ্যাপক ড. নাজমা শাহীন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়; ডা. আবু জামিল ফয়সাল, প্রেসিডেন্ট-ইলেক্ট, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; মোর্শেদ নোমান, ডেপুটি এডিটর, বাংলাদেশ ফার্স্ট; মুহাম্মদ রূহুল কুদ্দুস, বাংলাদেশ কান্ট্রি লিড, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই); ডা. মধুরা চৌধুরী, ম্যানেজার, হেলথ অ্যান্ড ওয়েলবিং, ব্র্যাক এবং এবিএম জুবায়ের, নির্বাহী পরিচালক, প্রজ্ঞা।

এছাড়াও ভার্চুয়ালী যুক্ত হবেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

ওয়েবিনারে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিচের জুম লিংক এ সকাল ১১টায় প্রবেশ করার জন্য অনুরোধ করছি।

ওয়েবিনারের জুম লিংক: https://us06web.zoom.us/j/81383622608?pwd=CMiUoZ6FCViTUSVG7aNPoHb1fqxTVe.1

আইডি: 813 8362 2608

পাসওয়ার্ড: 711806

বি.দ্র: ওয়েবিনারটি www.facebook.com/hearthealthalertbd পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।