মানুষ যেন সঠিক সেবা পায় সে জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান শিক্ষা সচিব আমিনুলের

প্রকাশিত: ৪:১৯ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২০

মানুষ যেন সঠিক সেবা পায় সে জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান শিক্ষা সচিব আমিনুলের

Manual7 Ad Code

শেখ জুয়েল রানা || শ্রীমঙ্গল, ১২ জুলাই ২০২০ : “করোনা পরিস্থিতিতে সরকার সকল পর্যায়ের ক্ষতিগ্রস্ত মানুষদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। মানুষ যেন সঠিক সেবা পায় সে জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।” শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে অায়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান এসব কথা বলেন।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, “দেশের ক্লান্তি লগ্নে সরকারের সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ও সর্বস্তরের জনপ্রতিনিধিরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং একটু সচেতন ভাবে চলাফেরা করলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব।”

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সঞ্চালনায় এ সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব আয়াতুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মামুনুর রশীদ, সিভিল সার্জন মো. তাওহীদ আহমেদ, মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ মাহমুদুর রহমান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক প্রমুখ।

শ্রীমঙ্গলে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আইন শৃংখলা বিষয়ক কার্যক্রম পরিদর্শন এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code