মৌলভীবাজারে দেশী বিদেশী জাল টাকার নোটসহ আটক ১

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মে ২২, ২০২৫

মৌলভীবাজারে দেশী বিদেশী জাল টাকার নোটসহ আটক ১

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২২ মে ২০২৫ : মৌলভীবাজারে গোয়েন্দা পুলিশের এক বিশেষ অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার দেশীয় জাল নোট ও ভারতীয় রূপিসহ যুগেন্দ্র মল্লিক (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

বৃহস্পতিবার (২২ মে ২০২৫) পুলিশ সুপারের কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন করা হয়।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানাধীন ২নং ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে যুগেন্দ্র মল্লিক (৪১), পিতা- মৃত দেবেন্দ্র মল্লিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে তার গোয়াল ঘরের খড়ের নিচে লুকানো অবস্থায় বিভিন্ন মানের জাল বাংলাদেশী টাকা ও ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে দেশীয় জাল টাকা: মোট ২ লক্ষ ৭৭ হাজার ২ শ’ টাকা, ভারতীয় জাল রূপি: মোট ৩, হাজার ৯ শত রূপি, মোবাইল ফোন: ১টি বাটন মোবাইল ( সিম্পনি এল ৪৬), কাগজের খাকি খাম: ১২টি, এরমধ্যে ১০০০ টাকার নোট ১৫৫টি, ৫০০ টাকার ২০০টি, ২০০ টাকার ১১১টি এবং ভারতীয় ৫০০ টাকার ০৫টি, ২০০ টাকার ০৭টি নোট পাওয়া যায়।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে সে জাল টাকার ব্যবসার সাথে যুক্ত। সে দেশের বিভিন্ন উৎস থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করছিল। মূলত আসন্ন কোরবানী ঈদকে কেন্দ্র করে পশুর হাটে ছাড়ার লক্ষ্যে সে জাল টাকাগুলো নিয়ে এসেছিল।

Manual4 Ad Code

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা আরও বলেন, তার বিরুদ্ধে ইতিপূর্বেও জাল টাকার মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। গত বছরের ফেব্রুয়ারি মাসে শ্রীমঙ্গল থেকে তাকে প্রায় ৭০ লাখ টাকার জাল বাংলাদেশী নোট এবং ১৪ লাখ টাকার ভারতীয় জাল রূপীসহ র‌্যাব কর্তৃক গ্রেফতার করা হয়েছিল।
গতকালের ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এ(বি) ধারায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।###

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code