সিলেট ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫
বিশেষ প্রতিনিধি | সাভার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ : শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় সাভারের মধ্য রাজাসন দারোগা মার্কেটে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. বিল্লাল আহম্মেদের সভাপতিত্বে ও মো. শহিদুল ইসলাম সাহেদ ও মো. জামিল খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক ঢাকা জেলা বিএনপি ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী এবং সংগঠনের উপদেষ্টা লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এনামুল করিম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মোশারফ হোসেন মোল্লা। এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
বক্তারা শহীদ জিয়া সামাজিক সংগঠনের মূল উদ্দেশ্য তুলে ধরে বলেন— সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত করা, সদস্যদের মতামতের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা, সৎ ও আদর্শবান নেতৃত্ব গড়ে তোলা এবং জনকল্যাণমূলক কাজকে এগিয়ে নেওয়াই সংগঠনের লক্ষ্য। পাশাপাশি যুব সমাজকে কর্মমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করা, অসচ্ছল মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মাদকবিরোধী সচেতনতামূলক সভা আয়োজন ও অসহায় পরিবারের বিয়ে-শাদিতে সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানানো হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি