জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধে মৌলভীবাজারে প্রশিক্ষণ

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধে মৌলভীবাজারে প্রশিক্ষণ

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ১৫ নভেম্বর ২০২৫ : ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জেন্ডার সচেতনতা বৃদ্ধি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত এ কর্মশালায় অংশ নেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ওয়েভ ফাউন্ডেশনের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী–পেশার প্রতিনিধিরা।

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় শহরের একটি অভিজাত রেস্তোরাঁর হলরুমে কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজার পিএফজির সমন্বয়কারী খালেদ চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য নারী-পুরুষ সমতা ও সহিংসতা প্রতিরোধকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কোঅর্ডিনেটর নাজমুল আলম মিনা। দিনের বিভিন্ন সেশনে তিনি জেন্ডারভিত্তিক সহিংসতার কাঠামোগত কারণ, ক্ষমতার ভারসাম্য, নারীর অধিকার, আইনি সুরক্ষা ও সামাজিক পরিবর্তনের কৌশল তুলে ধরেন। প্রশিক্ষণে সহযোগিতা করেন ফিল্ড কোঅর্ডিনেটর আকলিমা চৌধুরী।

Manual6 Ad Code

কর্মশালার আলোচনায় অংশ নেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক, সাপ্তাহিক দুর্বার পত্রিকার নির্বাহী সম্পাদক ও পিএফজি সদস্য কমরেড তাপস ঘোষ। তিনি বলেন, “জেন্ডারবৈষম্য কেবল পরিবারের ভেতরের সমস্যা নয়; এটি সামগ্রিক সমাজব্যবস্থার উন্নয়ন ব্যাহত করে। সচেতনতার মাধ্যমে এ বৈষম্য ভাঙতে হবে।”

Manual1 Ad Code

এ ছাড়া মতামত দেন সিনিয়র সাংবাদিক ও পিএফজির উপদেষ্টা নুরুল ইসলাম শেফুল, উপদেষ্টা রুহেল চৌধুরী, এম্বাসেডর ফখরুল ইসলাম, আনোয়ার হোসেন দুলাল, মাহমুদুর রহমান, সুফিয়া সুলেমান কলি, পিএফজি সদস্য মাহবুবুর রহমান রাহেল, মুহিবুর রহমান মুহিব প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে শান্তি ও সম্প্রীতিমূলক সমাজ গড়ে তুলতে নারী-পুরুষের সার্বিক অংশগ্রহণ অপরিহার্য। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও সমাজে সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বিস্তার, দ্রুত বিচার নিশ্চিতকরণ ও সমতার মূল্যবোধ লালন করার উপরও তারা গুরুত্ব আরোপ করেন।

দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা দলীয় আলোচনা, কেস স্টাডি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় নিজেদের ভূমিকা নির্ধারণ করেন।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ