অভিনেত্রী মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫

অভিনেত্রী মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫ : জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত-৩।

Manual3 Ad Code

আজ রোববার (১৬ নভেম্বর ২০২৫) আদালতের বিচারক আফরোজা তানিয়া এ আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন তিনি।

মামলার নথি অনুযায়ী, মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেন যে, নতুন একটি পারিবারিক ব্যবসায়িক উদ্যোগে অংশীদার করার আশ্বাস দিয়ে অভিনেত্রী মেহজাবীন তার কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে ২৭ লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘসময়েও কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় আমিরুল টাকা ফেরত চান।

Manual6 Ad Code

এ বিষয়ে একাধিকবার যোগাযোগের পর গত ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইলে তাকে ১৬ মার্চ রাজধানীর হাতিরঝিল সড়কে দেখা করার জন্য ডাকেন মেহজাবীন ও তার ভাই।

আমিরুল অভিযোগ করেন, নির্ধারিত স্থানে উপস্থিত হলে মেহজাবীন, তার ভাই ও আরও ৪-৫ জন তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন এবং অভিনেত্রীর বাসার আশপাশে না যেতে সতর্ক করেন।

Manual4 Ad Code

ঘটনার পর আমিরুল ইসলাম ২৪ মার্চ ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

Manual5 Ad Code

মামলায় বলা হয়, আদালতে হাজিরার জন্য ১০ নভেম্বর তারিখ নির্ধারিত থাকলেও অভিযুক্তরা অনুপস্থিত ছিলেন। এরপর আজ আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ