রাজাদা-সুপর্ণাদি, শুভ বিবাহবার্ষিকী : অবিন্যস্ত কিছু কথা, কিছু স্মৃতির প্রতিচ্ছায়া

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫

রাজাদা-সুপর্ণাদি, শুভ বিবাহবার্ষিকী : অবিন্যস্ত কিছু কথা, কিছু স্মৃতির প্রতিচ্ছায়া

Manual5 Ad Code

দেবব্রত চক্রবর্তী বিষ্ণু |

যুগল সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজাদা ও সুপূর্ণাদির (দেবাশীষ চৌধুরী রাজা + সুপর্ণা পুতুল) যুগল জীবনের আজ তিন দশক পূর্ণ হলো। প্রথমেই দুজনকে প্রণতি-ভালোবাসা-শুভকামনা জানাই নিজেকে অনুতাপ-অনুশোচনার কাঠগড়ায় দাঁড় করিয়ে। এই বাক্যটির শেষোক্ত পাঁচটি শব্দ যুক্ত করতে হলো যেহেতু আমি পড়েছিলাম স্মৃতি হরণের কবলে। তাই দিনের শেষান্তে তাদের জীবনের নব অধ্যায়ের এই দিনটি স্মরণ করে অবিন্যস্ত কিছু শব্দ যুক্ত করে নিজের অনুভূতি প্রকাশ না করে স্বস্তি পাচ্ছি না।
আমার পরম শ্রদ্ধেয় এই যুগলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর বিগত ১৫ বছরের মধ্যে আমার যতদূর মনে পড়ে, তাদের নিয়ে স্মৃতি হরণের এই প্রথম থাবাক্রান্ত হলাম। এই অনুতাপের দহন কেবল আমিই জানি। দাদা-দিদি , মার্জনা করে ক্ষমায় রাখুন আপনাদের দীপ্তি-প্রজ্ঞার রশ্মি দিয়ে।
এই আলোকিত যুগলের কাছে আমাদের যুগল জীবনের ঋণ অশেষ। তাদের কল্যাণেই আমাদের যুগল জীবনের সূচনা। বিকশিত-আলোকিত এই যুগল ব্যক্তিত্ব আমাদের কাছে উদার আকাশ, একই সঙ্গে অনুপ্রেরণার বাতিঘরসম। প্রতিকূলতার বুক ঠুকরিয়ে পেলিক্যান পাখি যেমন রক্ত জলে বাচ্চাদের তৃষ্ণা মেটায়, তেমনি সংসারে এই দুজন আমাদের আগলে রেখেছেন পরম মমতায়। আমাদের যুগল জীবনের পেছনে আরও একজনের অন্যতম অগ্র ভূমিকা রয়েছে। সে হলো অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা অনুজ বিধায়ক রায় চৌধুরী। অনুজ, ঋণ প্রকাশ করি তোর কাছেও।
রাজাদা ও সুপর্ণাদি আমাদে কাছে এমন ব্যক্তিত্ব, এমন আলোকরশ্মি; যা পথের দিশা, সুচারু জীবন গড়ার অবিকল পথরেখা। আমি বা আমরা সেই উপযোগী জীবনটা বিন্যস্ত করতে পারিনি, এই ব্যর্থতার ভার আমাদের। ব্যক্তিত্ব থাকলে উচ্চতা লাগে না, আত্মমর্যাদাই যথেষ্ট, এই বাক্যটি এই যুগলের জন্য খুব উপযোগী মনে করি। ব্যক্তিত্ব যে কোনো সাজসজ্জা নয়, এটা অন্তরের প্রতিচ্ছবি, এরও সাক্ষ্য দেয় এই যুগলের জীবন-অধ্যায়। শিক্ষা জ্ঞান দিতে পারে, কিন্তু স্পষ্টতই মনে করি, ব্যক্তিত্ব তৈরি হয় জীবনচর্চ্চা আর মূল্যবোধ থেকে। ব্যক্তিত্ব যে এমন একটি আলো, যা মুখের চেয়ে অনেক বেশি উজ্জ্বলভাবে জ্বলে ওঠে হৃদয়ে তাও অনুভব করি এই যুগলের সংস্পর্শে। এই যুগল এমন একটি শব্দহীন পরিচয়, যা অনেক কথার চেয়ে বেশি মূল্যবান মনে হয় আমাদের কাছে।
ব্যক্তিত্ব বলতে যদি বোঝায় ব্যক্তির চারিত্রিক, মানসিক ও আচরণগত স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলির সমষ্টি যা তাকে অন্যদের থেকে আলাদা করে; তারা দুজন আমাদের কাছে তাও। ব্যক্তিত্ব হলো নিশ্চয় একটি সংগঠিত এবং স্থায়ী ধরন, যেখানে আচরণ, চিন্তাভাবনা ও আবেগের একটি স্বতন্ত্র সমন্বয় থাকে, যা শারীরিক ও পরিবেশগত উপাদানের প্রভাবে বিকশিত হয়। দাদা-দিদি, আপনাদের এই উপাদানগুলোর উপভোগী আমরা। এই ঋণও পরিশোধের ঊর্ধ্বে। যেটুকু জানি, বিবেক তৈরি হয় অন্তর ও জি-সত্তার প্যারামিটারের সংমিশ্রনে আর বিবেকের কার্যকারিতা ধারালো ও বলিষ্ঠ হয় অন্যের আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে।
আমিত্ব, বিজ্ঞের ভনিতা, অর্থের বড়াই, বিলাসিতার ভাব নেয়ার কদর্যতাকে কিভাবে পরিহার করে নিজেকে অন্যের মাঝে বিলিয়ে দিয়ে তাদের অশেষ করা যায় এবং কেউ কেউ তা-ই জীবনের ব্রত মনে করেন, শ্রদ্ধাস্পদ এই যুগলের জীবনাচারে তাও দেখে আসছি। এর অন্যতম উপাদান, অন্তরে দায়িত্বশীলতা; যা প্রতিষ্ঠা করা সহজ নয়। তাদের দুজনই আমাদের কাছে উর্বর জমিনের অগ্রানের ফসলি প্রসন্নতা।
একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত একেকটি সোনালী স্মৃতি হয়ে হৃদয়ে গেঁথে আছে রাজাদা ও সুপর্ণাদির, তাও টের পাই ফিরে ফিরে। তারা যেমন নিজেদের জীবনের প্রতিটি বাঁকে পাশে থেকেছেন, শক্তি সঞ্চার করছেন, তেমনি এর আলোও আমাদের পথের নির্দেশিকা। আমাদের সংসার জীবনের উদাহরণ দিতে গেলে যাদের কথা সবার আসে তাদের মধ্যে অন্যতম রাজাদা , সুপর্ণাদি আর অনুজ বিধায়ক রায় চৌধুরী।
দাদা-দিদি, আবারও প্রণতি ও বুক ভরে শ্বাস টেনে উচ্চারণ করি, শুভ বিবাহ বার্ষিকী।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ