মৌলভীবাজার সদরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫

মৌলভীবাজার সদরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ৩০ ডিসেম্বর ২০২৫ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী এই পরিদর্শনের মাধ্যমে ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করা হয়।

Manual2 Ad Code

পরিদর্শনকালে পুলিশ সুপার ভোটকেন্দ্রগুলোর প্রবেশ ও বাহির পথ, সিসিটিভি ব্যবস্থা, আশপাশের পরিবেশ, ঝুঁকিপূর্ণ স্থানসমূহ এবং ভোটগ্রহণের সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি দায়িত্ব পালনের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো খতিয়ে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তিনি নির্বাচনকে ঘিরে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Manual7 Ad Code

পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই আমাদের প্রধান লক্ষ্য। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকেন্দ্রিক কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা আইন ভঙ্গের ঘটনা ঘটতে দেওয়া হবে না।”

Manual7 Ad Code

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে।

পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; জেলা বিশেষ শাখা (ডিএসবি)-এর ডিআইও-১ আবুল কাশেম সরকার; মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন ও মাঠপর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এ সময় স্থানীয় ভোটকেন্দ্র সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে কেন্দ্রভিত্তিক তথ্য সংগ্রহ করা হয় এবং কোথাও কোনো ঘাটতি থাকলে তা দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়।

Manual5 Ad Code

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মৌলভীবাজার জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবেই সদর উপজেলার ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করা হলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ