সরকার যুবদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, ঋণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে: ফরহাত নূর

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬

সরকার যুবদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, ঋণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে: ফরহাত নূর

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৭ জানুয়ারি ২০২৬ : মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাত নূর বলেছেন, “দেশের টেকসই উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে যুব সমাজকে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে। যুবকরাই পারে সমাজ থেকে সহিংসতা, মাদক ও বৈষম্য দূর করে শান্তি ও শৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে। সরকার যুবকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, ঋণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।”

Manual8 Ad Code

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”— এই শ্লোগান ও প্রতিপাদ্যকে সামনে রেখে “শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা” শীর্ষক এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত জনসচেতনতামূলক এ সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এতে বিভিন্ন যুব সংগঠনের ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। সভার আয়োজন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, শ্রীমঙ্গল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং আব্দুল মালেক। তারা যুবকদের সামাজিক দায়িত্ববোধ, স্বেচ্ছাসেবী কার্যক্রম ও আত্মকর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার কর-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সুপ্রভাত উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহন চন্দ্র দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য ও এমসিডা’র সভাপতি মিজানুর রহমান আলম, গণমাধ্যমকর্মী ও জনবন্ধু যুব সমাজ কল্যাণ সংস্থার কমরেড দেওয়ান মাসুকুর রহমান, ম্যাক বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক এস এ হামিদ, সৃষ্টি সমাজকল্যাণ সংসদের পরিতোষ দেব, নারী উদ্যোক্তা সাহেলা বেগম, আরডিএস-এর সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার কর বলেন, “যুব সমাজ যদি সঠিক দিকনির্দেশনা পায়, তাহলে তারা শুধু নিজেদের নয়, পুরো সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে পারে। শান্তিপূর্ণ সমাজ গঠনে যুবকদের ভূমিকা অপরিসীম। প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে এ কাজে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

গণমাধ্যমকর্মী ও জনবন্ধু যুব সমাজ কল্যাণ সংস্থার কমরেড দেওয়ান মাসুকুর রহমান বলেন, “সমাজ পরিবর্তনের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। নিয়মিতভাবে যুবকদের সঠিক দিকনির্দেশনা দেওয়া গেলে তারা সহজেই বিপথগামী হওয়া থেকে রক্ষা পাবে। ভূমিহীন ও বেকার যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে চাহিদা অনুযায়ী সুদমুক্ত যুব ঋণ প্রদান জরুরি।”

ম্যাক বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক এস এ হামিদ বলেন, “আপনার যদি জায়গা-জমি থাকে, তাহলে অবশ্যই ঋণ পাওয়ার সুযোগ রয়েছে, তবে কাজ করার মানসিকতা থাকতে হবে। আমাদের সহযোগিতায় অনেক বেকার যুবক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে বিভিন্ন সেক্টরে চাকরি পেয়েছে। যুবকদের পরিশ্রম ও দায়িত্ববোধ থাকলে সফলতা আসবেই।”

Manual7 Ad Code

সভায় বক্তারা বলেন, শান্তিপূর্ণ সমাজ গঠনে যুবকদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ থেকে দূরে থাকতে হবে এবং সামাজিক সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সরকার ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে যুবদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।

Manual1 Ad Code

শেষে অংশগ্রহণকারী যুবকদের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

এ সংক্রান্ত আরও সংবাদ