সিলেট ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৬ : দেশের জাতীয় পরিচয়, সংস্কৃতি ও সৃজনশীল শিল্পের পারস্পরিক সম্পর্ককে নতুনভাবে বিশ্লেষণের লক্ষ্যে এ বছর একটি আন্তর্জাতিক একাডেমিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)।
“The Nation and Its Imaginations: Culture and Creative Industries in Bangladesh” শীর্ষক এই সম্মেলনের জন্য সম্প্রতি গবেষণা প্রবন্ধের সারসংক্ষেপ (Abstract) আহ্বান করা হয়েছে।
ইউনিভার্সিটির স্কুল অব লিবারাল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (SLASS)-এর অধিভুক্ত ডিপার্টমেন্ট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন আয়োজিত এই সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৯ ও ১০ এপ্রিল। এতে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ, সংস্কৃতি বিশ্লেষক, নীতিনির্ধারক এবং সৃজনশীল শিল্পের পেশাজীবীরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
আয়োজকদের মতে, এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো—বাংলাদেশের জাতি-গঠনের প্রক্রিয়ায় সংস্কৃতি, গণমাধ্যম ও সৃজনশীল শিল্প কীভাবে ভূমিকা রেখেছে এবং সমসাময়িক সময়ে সেই ভূমিকা কীভাবে কল্পিত ও পুনর্গঠিত হচ্ছে, তা নিয়ে গভীর ও বহুমাত্রিক আলোচনা তৈরি করা।
সম্মেলনের আহ্বানপত্রে বলা হয়েছে, সাহিত্য, চলচ্চিত্র, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া, বিজ্ঞাপন, সংগীত, ফ্যাশন, লোকজ সংস্কৃতি, গেমিং, ভিজ্যুয়াল আর্ট এবং অন্যান্য সৃজনশীল শিল্পের মধ্য দিয়ে জাতি ও জাতীয় কল্পনার নির্মাণ কীভাবে ঘটছে—তা এই সম্মেলনের আলোচনার কেন্দ্রে থাকবে। একই সঙ্গে উপনিবেশ-পরবর্তী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাংস্কৃতিক রাজনীতি, স্মৃতি, ইতিহাস, পরিচয় ও বৈশ্বিক প্রভাবও আলোচনায় গুরুত্ব পাবে।
ডিপার্টমেন্ট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের এক শিক্ষক জানান, “বাংলাদেশকে কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক কাঠামোর মধ্য দিয়ে নয়, বরং সংস্কৃতি ও সৃজনশীলতার মধ্য দিয়ে বোঝার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এই সম্মেলন সেই চিন্তাভাবনাকে একাডেমিক পরিসরে বিস্তৃত করার একটি উদ্যোগ।”
সম্মেলনে সম্ভাব্য আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে—
জাতি ও জাতীয় কল্পনার সাংস্কৃতিক নির্মাণ,
সৃজনশীল শিল্প ও অর্থনীতির সম্পর্ক,
গণমাধ্যমে বাংলাদেশ উপস্থাপনার ধারা,
ডিজিটাল প্ল্যাটফর্ম ও নতুন সাংস্কৃতিক পরিচয়,
জনপ্রিয় সংস্কৃতি, স্মৃতি ও ইতিহাস,
প্রান্তিক কণ্ঠ ও বিকল্প সাংস্কৃতিক চর্চা।
আয়োজকেরা মনে করছেন, এই সম্মেলন কেবল একাডেমিক গবেষণার আদান-প্রদানের ক্ষেত্রই তৈরি করবে না, বরং বাংলাদেশের সৃজনশীল শিল্প ও সাংস্কৃতিক নীতিনির্ধারণের ক্ষেত্রেও নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে।
উল্লেখ্য, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ দীর্ঘদিন ধরে মিডিয়া, সংস্কৃতি ও সমাজ বিষয়ক গবেষণায় সক্রিয় ভূমিকা রেখে আসছে। এই সম্মেলন সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী গবেষক ও পেশাজীবীদের নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রবন্ধের সারসংক্ষেপ জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা। বিস্তারিত তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
বাংলাদেশের জাতি, সংস্কৃতি ও সৃজনশীলতার সম্পর্ককে নতুনভাবে ভাবার এই উদ্যোগ একাডেমিক ও সাংস্কৃতিক পরিসরে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দেবে—এমনটাই আশা সংশ্লিষ্ট মহলের।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি