চীন-রাশিয়ার সঙ্গে সমরাস্ত্র চুক্তি করেছে ইরান

প্রকাশিত: ৫:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

চীন-রাশিয়ার সঙ্গে সমরাস্ত্র চুক্তি করেছে ইরান

Manual5 Ad Code

অান্তর্জাতিক ডেস্ক (ইরান), ২০ অক্টোবর ২০২০ : জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর রাশিয়া ও চীনের সঙ্গে সমরাস্ত্র চুক্তি করেছে ইরান। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আমির হাতামি।

হাতামি বলেন, ইরানের বিমান বাহিনীর সম্প্রসারণ ও উন্নয়নের ব্যাপারে মস্কোর সঙ্গে তেহরানের গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে।জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে তার দেশের অস্ত্র রপ্তানি ও অন্য দেশের কাছ থেকে অস্ত্র আমদানি করার উপযুক্ত সুযোগ সৃষ্টি হয়েছে।

একইসঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে সমরাস্ত্র প্রতিযোগিতা শুরু করার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, এ অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা শুরু হলে গোটা মধ্যপ্রাচ্য বারুদের স্তুপে পরিণত হবে। জেনারেল হাতামি বলেন, তার দেশ পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও সামরিক ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে।

Manual7 Ad Code

সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী তার দেশের উপর দিয়ে আর্মেনিয়ায় রুশ অস্ত্র বহন করার গুজব জোরালোভাবে নাকচ করে দেন। তিনি বলেন, এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশ হিসেবে তুরস্ক কূটনৈতিক উপায়ে নাগর্নো কারাবাখ সংকট সমাধানের চেষ্টা চালাবে বলে তেহরান আশা করে।

Manual2 Ad Code

আরেক প্রশ্নের উত্তরে জেনারেল হাতামি বলেন, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না; কেউ যেন তেহরানের কাছ থেকে এমন কিছু আশা না করে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code