হবিগঞ্জের ৪ সাংবাদিকের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে শ্রীমঙ্গলে সমাবেশ

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

হবিগঞ্জের ৪ সাংবাদিকের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে শ্রীমঙ্গলে সমাবেশ

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি || শ্রীমঙ্গল, ২৪ অক্টোবর ২০২০ : দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় হবিগঞ্জের দৈনিক প্রভাকর সম্পাদক অাব্দুল হালীম, ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, বার্তা সম্পাদক অাজহারুল ইসলাম চৌধুরী মুরাদ ও প্রতিবেদক শেখ বেলালের নামে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শ্রীমঙ্গলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

২৪ অক্টোবর ২০২০ শনিবার সন্ধ্যা ৬টায় এশিয়ান জার্নালিস্ট চ্যারিটেবল সোসাইটি, শ্রীমঙ্গল শাখা কর্তৃক অায়োজিত এ সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান, অামার সিলেটের প্রধান সম্পাদক ও শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি অানিসুল ইসলাম অাশরাফী, দৈনিক স্বাধীন বাংলা’র স্টাফ রিপোর্টার অামজাদ হোসেন বাচ্চু ও দৈনিক কালজয়ী’র স্টাফ রিপোর্টার কে এস এম অারিফুল ইসলাম।
সাপ্তাহিক চেকপোস্ট পত্রিকার প্রতিনিধি ও এশিয়ান জার্নালিস্ট চ্যারিটেবল সোসাইটির শ্রীমঙ্গল শাখার সভাপতি মোঃ নাসির অাহমদের সভাপতিত্বে অারও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য মোঃ সাইফুল ইসলাম সবুজ, দৈনিক প্রতিক্ষণ বার্তা’র বার্তা সম্পাদক অাশিকুর রহমান সুজন, এসএনবি নিউজের মোশাহিদ অাহমদ, প্রতিক্ষণ বাংলার মিজানুর রহমান, জয়বার্তার সাদ্দাম হোসেন, দৈনিক সমাচার দর্পণের শাহাদাত হোসেন, সিএস টিভি প্রতিনিধি সুদীপ কৈরি, ক্রাইম নিউজের প্রতিনিধি অালমগীর হোসেন ও ব্যবসায়ী জাহিদুল ইসলাম প্রমূখ।

https://www.facebook.com/md.alomgir.796774/videos/2857096507859436/?app=fbl

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code