জো বাইডেন ইলেক্টরাল ভোট পেয়েছেন ২৩৮টি, ট্রাম্প পেয়েছেন ২১৩টি

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০

জো বাইডেন ইলেক্টরাল ভোট পেয়েছেন ২৩৮টি, ট্রাম্প পেয়েছেন ২১৩টি

Manual7 Ad Code

ওয়াশিংটন (যুক্তরাষ্ট্র), ০৪ নভেম্বর ২০২০ : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রতিদ্ব›দ্ধী জো বাইডেন হোয়াইট হাউসের পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছেন, গোটা যুক্তরাষ্ট্রে ভোট গ্রহন বন্ধ হয়েছে এবং আমেরিকার জনগণ এখন মূল ভোটযুদ্ধের ময়দানের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। পেনসিলভানিয়া ও উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ সাতটি অঙ্গরাজ্যের ফলাফল এখনো পাওয়া যায়নি, এতে চূড়ান্ত ফলাফলে ট্রাম্প ও বাইডেন উভয়ই এখানে জয়ের আশা করছেন।

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্রের স্থানীয় মিডিয়ায় ফ্লোরিডা,টেক্সাসের পাশাপাশি ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি ও ওহাইয়োসহ ২৩টি অঙ্গরাজ্যে ট্রাম্পকে বিজয়ী হিসেবে দেখানো হচ্ছে, এসব অঙ্গরাজ্যে ২০১৬ সালেও ট্রাম্প বিজয়ী হয়েছেন।
বাইডেন নিজ অঙ্গরাজ্য ডেল্যাওয়ার, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও যুক্তরাষ্ট্রের রাজধানী সহ ২০ টি অঙ্গরাজ্যে জয়লাভ করেছেন । ২০১৬ ট্রাম্পের বিজয়ী হওয়া অ্যারিজোনায় এবার বাইডেন জয় পেয়েছেন।
এ পর্যন্ত বাইডেন ২৩৮ টি ইলেক্টরাল ভোট পেয়েছেন, ট্রাম্প পেয়েছেন ২১৩ টি। বিজয়ের জন্য প্রয়োজন ২৭০ ভোট।
সিএনএন, ফক্স নিউজ, এমএসএনবিসি/এনবিসি নিউজ, এবিসি,সিবিএস এবং নিউইয়র্ক টাইমস সহ যুক্তরাষ্ট্রের মিডিয়ায় প্রকাশিত প্রার্থীর পক্ষে বিজয়ী বিভিন্ন অঙ্গরাজ্যের তালিকা এখানে তুলে ধরা হলো।
যে সব রাজ্যে ট্রাম্প ২১৩ টি ইলেক্ট্ররাল ভোটে জয় পেয়েছেন: আলবামা (৯), আরকানসাস (৬), ফ্লোরিডা (২৯), আইদাহো (৪), ইন্ডিয়ানা (১১), আইওয়া (৬), কানসাস (৬), কেন্টাকি (৮), লুইজিয়ানা (৮), মিসিসিপি (৬), মিজৌরি (১০), মন্টানা (৩), নেবাস্কা (৪) (এখানে ইলেক্টরাল ভোট ৫টি), নর্থ ডাকোটা (৩), ওহাইও (১৮), ওকলাহোমা (৭), সাউথ ক্যারোলিনা (৯), সাউথ ডাকোটা (৩), টেনেসি (১১), টেক্সাস (৩৮), ইউথা (৬), ওয়েস্ট ভার্জিনিয়া (৫), ওইউমিং (৩)।
বাইডেন যে সব রাজ্যে ২৩৮ ইলেক্টরাল ভোট পেয়েছেন : অ্যারিজোনা (১১), ক্যালিফোর্নিয়া (৫৫), কলারাডো (৯), কানেকটিকাট (৭), ডেল্যাওয়ার (৩), ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া (৩), হাওয়াই (৪), ইলিনয়েজ (২০), মেইনি (৩) (এখানে ইলেক্টরাল ভোট ৪টি), ম্যারিল্যান্ড (১০), ম্যাসাচুয়েটস (১১), মিনেসোটা (১০), নেবাস্কা (১) (এখানে ইলেক্ট্ররাল ভোট ৫টি), নিউহ্যামশায়ার (৪), নিউজার্সি (১৪), নিউ মেস্কিকো(৫), নিউইয়র্ক (২৯), অরেগন (৭), রুডস আইল্যান্ড (৪), ভারমন্ট (৩), ভার্জিনিয়া (১৩), ওয়াশিংটন (১২)।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code