নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার মশিউর রহমান

প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার মশিউর রহমান

Manual1 Ad Code

সৈয়দ অারমান জামী, বিশেষ প্রতিনিধি || ১০ নভেম্বর ২০২০ : নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকল শ্রেণী-পেশার নারী, সকল সরকারি-বেসরকারি দপ্তর, ও জনসাধারণের সমন্বয়ে জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক আয়োজিত ১০ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ হতে সপ্তাহব্যাপী কর্মসূচি ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহ ২০২০’ এর শুভ উদ্বোধন হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি অনলাইন প্লাটফর্মে সংযুক্ত থেকে এর শুভ উদ্বোধন করেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৌলভীবাজারের
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

জেলা প্রশাসক বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসন, মৌলভীবাজার ১০-১৬ নভেম্বর, ২০২০ সপ্তাহব্যাপী কর্মসূচি ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহ ২০২০’ পালন করতে যাচ্ছে।

Manual8 Ad Code

সপ্তাহব্যাপী (১০-১৬ নভেম্বর) এ কর্মসূচিতে প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিদিন রাত ০৮.০০ ঘটিকায় জনসচেতনতা ও জাগরণ সৃষ্টিতে অনলাইন প্ল্যাটফর্মে থাকবে সাংস্কৃতিক আয়োজন ও আলোচনা অনুষ্ঠান।

Manual8 Ad Code