করোনার সংক্রমণ মোকাবেলায় শ্রীমঙ্গলে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ক্যাম্পেইন

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

করোনার সংক্রমণ মোকাবেলায় শ্রীমঙ্গলে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ক্যাম্পেইন

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি || শ্রীমঙ্গল, ১০ নভেম্বর ২০২০ : করোনা ভাইরাস সংক্রমণের ‘সেকেন্ড ওয়েভ’ মোকাবেলায় শ্রীমঙ্গলে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির উদ্যোগে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ক্যাম্পেইন অনু্ষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতামুলক সমাবেশে বক্তব্য দেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা অাওয়ামী লীগের সহসভাপতি ও বিএমএ শ্রীমঙ্গল শাখার সভাপতি ডা. হরিপদ রায়, করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মো. নেছার উদ্দিন, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার প্রমুখ।

Manual8 Ad Code

উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, স্কাউটের সাধারণ সম্পাদক বিমান বর্ধন, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, স্কাউটের যুগ্ম সম্পাদক রহিমা বেগম, স্কাউট লিডার অাব্দুল মোমিন, কাব লিডার জয়ন্ত কুমার দেবনাথ, স্কাউটের সহকারী কমিশনার পুলক বর্ধন, কোষাধ্যক্ষ প্রণবেশ চৌধুরী, ইউনিট লিডার অাবুল কাশেম, রোভার স্কাউট সোয়াইবসহ সকল স্তরের সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্কাউট ও রোভার সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে স্কাউট ও রোভার সদস্যসহ সকলেই বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, শপিংমলসহ সারা শহরে নো মাস্ক, নো সার্ভিস লেখা সম্বলিত স্টিকার সেঁটে দেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, আগামীকাল থেকে মোবাইল কোর্টের অভিযান চলবে। কাউকে মাস্ক ছাড়া পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জেল/ জরিমানা করা হবে। তিনি সকলকে মাস্ক পরার আহবান জানিয়ে বলেন, মাস্ক ছাড়া কোন সরকারি-বেসরকারি অফিসসহ কোথায়ও সেবা পাওয়া যাবে না। তিনি আরো বলেন, মাস্ক পড়ুন, সেবা নিন। মাস্ক ছাড়া কাউকে ছাড় দেয়া হবে না।

Manual2 Ad Code