ব্যবসায়ে পারিবারিক ও কাস্টমার সাপোর্ট

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

ব্যবসায়ে পারিবারিক ও কাস্টমার সাপোর্ট

Manual2 Ad Code

|| সালমা নেহা || ঢাকা, ১০ নভেম্বর ২০২০ : গতকাল দিনটা একটা অন্যরকম দিন গেলো।কিছু ভালো লাগা আর কিছুটা মন্দ না তবে দুশ্চিন্তায়। বড় আপু একটু অসুস্থ হওয়ায় ওকে নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি (এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো)। তবে এর মধ্যেও ভালো লাগা যেটা নিয়ে তা হলো কাল সারাদিনে উই তে আমার ৫টা রিভিউ পোস্ট এসেছে মিষ্টি নিয়ে আলহামদুলিল্লাহ। আর সবগুলো রিভিউই পোস্ট করে আমার প্রিয় কাস্টমার গন ইনবক্সে জানিয়েছেন দেখতে পায়নি ভেবে। পরশু আরো কয়েকজনকে কুরিয়ার করেছি তাদেরও নক ছিলো কেউ পন্য হাতে পেয়েছে আবার কেউ বা কুরিয়ার এর রিসিট বা অন্যান্য তথ্য জানার জন্য। একইভাবে গতকাল ৮ জন কাস্টমার অর্ডার কনফার্ম করেছেন। এই সবগুলো কাজ আমার পক্ষে একা ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যেতো যদি আমাকে একা ম্যানেজ করতে হতো। আমার ছোট্ট একটা বেবী আছে তাকেও টেক কেয়ার করার জন্য একটা লম্বা সময় চলে যায় দিনের।আমি আমার প্রায় পোস্টেই বলি আমার কাস্টমার ভাগ্য ভীষণ ভালো। গতকাল সারাদিন আমার এতোগুলো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাকে পূর্ণ সাপোর্ট দিয়েছেন আমার সম্মানিত কাস্টমারগন এবং উদ্যোগের কো-ফাউন্ডার Noor-e Azom Sohan। একজন উদ্যোক্তাকে সকল দিক ব্যালেন্স করে চলতে হয় এবং পরিবার আর উদ্যোগকে সমানভাবে প্রায়োরিটি দিয়ে চলতে হয়। মানুষ হিসেবে বেচেঁ থাকার জন্য সংসার আর পরিবার যেমন গুরুত্বপূর্ণ তেমনি নিজের একটা পরিচয় তৈরী করতে উদ্যোগটাও সমান গুরুত্বপূর্ণ। আর যেকোন নারী উদ্যোক্তা বা কর্মজীবি নারী যদি পারিবারিক সাপোর্ট পায় তাহলে নিজের কাজ নিয়ে পথ চলাটা অনেক সহজ হয়ে যায়। তাই পরিবার এর সাথে উদ্যোগ এবং কাস্টমার উভয়কে যত্ন করুন। কথায় আছে- “যতনে রতন মিলে”

Manual3 Ad Code

সালমা নেহা
ওনার – Tastebd

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ