হ্যান্ড পেইন্ট ওয়েভ! আমার ক্রেতার গল্প ১

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

হ্যান্ড পেইন্ট ওয়েভ! আমার ক্রেতার গল্প ১

|| আফসানা সুমী || ঢাকা, ১০ জানুয়ারি ২০২১ : হ্যান্ড পেইন্ট ওয়েভ! আমার ক্রেতার গল্প ১!

“আপু আমি স্বপ্ন দেখি আপনার পেইন্ট করা শাড়ি  একদিন মাননীয় প্রধানমন্ত্রী পরবে। আপনার কাজ আসলে এত সুন্দর যে এই ভাবনাটাই কাজ করে। এমন কোন দিন আসবে সেই প্রার্থনা করি।❤❤আফসানা সুমী আপু।” লেখাটা আমার পোস্টে আমার এক ক্রেতার। আপুর নাম নবমিতা সাহা! কমেন্টটা পরে অনেক ক্ষণ তাকিয়ে ছিলাম! জানি না এতদূর কখনো যেতে পারব কিনা, তবে স্বপ্ন দেখতে দোষ কি, তাই না?

নবমিতা দি আমার কাছ থেকে নিয়েছিলেন বর্ষা কামিজ পিস।  আপু চাচ্ছিলেন সখের হাতে আকাঁ জামাটা যেন গর্জিয়াস হয়। কাপড়টার মাঝে একটা চাকচিক্য যেন থাকে। গাঢ় নীল রঙ তসরে করেছিলাম কাজটা। আপুর ছবিসহ রিভিউ এখনো পাইনি, তবে কমেন্টে এমন ভাবনা দেখে আমি আপ্লুত। ক্রেতাদের ভালোবাসা সত্যিই সম্পদ! আমি তো এজন্যই বলি, আমার ক্রেতারা আমার লক্ষী 🥰

হ্যান্ড পেইন্ট ওয়েভে আমার ক্রেতাদের নিয়ে লিখব একে একে। আপুকে দিয়েই শুরু করলাম 😊 আপুর নেওয়া কামিজ পিসের ছবিই দেই, আপুর ছবি পাইনি এখনো।

আফসানা সুমী 🦋🦋🦋
স্বত্তাধিকারী : 🎨 গুটিপোকা  ও ❤ ব্যাড হ্যাবিট

অঙ্গে জড়ানো ক্যানভাসে আকিঁ রঙবেরঙের স্বপ্ন 🎨 🦋 🎨 🦋 🎨 🦋

“এই পন্যের গুনগত মান আমি ব্যক্তিগত ভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি  পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। “উই”  কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় এর সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করেনা।”

এ সংক্রান্ত আরও সংবাদ