কাজী শাহেদ বিন জাফর এর কবিতা

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

কাজী শাহেদ বিন জাফর এর কবিতা

Manual3 Ad Code
দেলওয়ার হোসেন সেলিম
  “””””””””””””””””””””””””'”””””””””
 কাজী শাহেদ বিন জাফর

Manual2 Ad Code

Manual7 Ad Code

———————————————————-
সেলিম তুমি গর্ব পিতার জন্ম মায়ের
হার,
দীপ্ত নেশায় তৃপ্ত মনে কর্ম
হাতিয়ার।
যেমন ছিলে পড়া লেখায় বুদ্ধিতেও
সাইন
খোদার দানে গুন তোমারি কথায় ছিলে পাইন।
জনম নিবাস কুঞ্জশালা সবুজ গাছে সারি
কানাইঘাটে গাছবাড়ীতে গোয়ালজুরে বাড়ী।
ছিলেন পিতা জনসেবক নিয়ম নীতির ধারা
দশ গেরামে হয়নি সালিশ সিরাজ সাহেব  ছাড়া।
মানবতার সেবায় জীবনভর রাখলেন অবদান
এলাকার মানুষদের চিকিৎসায় করলেন  পৈতৃক জমি দান।
যোগ্য পিতার ধন্য ছেলে কুড়াও জগত খ্যাতি
বাংলাদেশি বংশে তবু প্যারিস বসত পাতি।
সাংবাদিকতা করে তুমি দিলায় প্রবাস
পাড়ি
আজও তুমি লিখালিখি দাওনি যেনো
আড়ি।
অষ্ট আশী দিলেম পাড়ি পাক পাকালির গানে
চারি সাল কাটলো আমার দীপ্ত খুশির বানে।
সেলিম শেলী শামীম লাকী সোয়েব
শিপু, মাছুম দলে
বসতো যবে পড়ার টেবিল উঠত আলো জ্বলে।
এখান হতেই মোড় ঘুরিয়ে পিছন করে ইতি
হারিয়ে গেছি পথের ভাঁজে ভাসিয়ে কিছু স্মৃতি।
রইল শুধু আমার কাছে সেই সময়ের প্রীতি
চাচা চাচীর আদর মাখা ভাই বোনের স্মৃতি।
বছর তিশের পরে হঠাৎ মোবাইল ফোনে রিং
উঠল বেজে কন্ঠে সেলিম অবাক করা থিং।
চাচীজানের নিমন্ত্রণে সিলেট গেলে বাসায়
সে সময়ের স্মৃতি গুলি আজো আমায় শাসায়।
কুশল বিলেন চাচীজানে চাচাজান আর নেই
হারিয়ে গেলাম সে সময়ে তখন ছিলেম যেই।
শেলীর হাতে রাননা করা ভাবীর হাতের সাজ
মাছুম করেই খবরদারি নেইকো খেতে লাজ।
সেলিম শামীম মোমিন সাহেব এক সাথে বসি
হরেক সাজে বাহারি খানা খেলাম সবে চষি।
সেলিম শেলী শামীম লাকী বসেনা আর পাঠে
সবাই দেখি ব্যস্ত বিমূঢ় জীবন গড়ার বাটে।
দোয়া করি সেলিম তুমি অনেক বড়
হও
পিতা মাতার সুনাম নিয়ে জগত জুড়েই রও।
       ——————-০———————-

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code