সিলেট ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০
ঢাকা, ৩০ এপ্রিল ২০২০: বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে স্বীকৃত মহান মে দিবস আগামীকাল।
১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের
দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য তাদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেন।
তবে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে এ বছর মহান মে দিবস উপলক্ষে সরকারি বা বেসরকারি ভাবে তেমন কোন কর্মসূচি রাখা হয়নি।
মহান মে দিবস উপলক্ষে সারাবিশ্বের শ্রমিকশ্রেণিসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও অারপি নিউজ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি মে দিবস উপলক্ষে শ্রমিকশ্রেণিসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বর্তমান করোনা-পরিস্থিতি বিবেচনায় শারীরিক দূরত্ব বজায় রাখাসহ প্রয়োজনীয় নির্দেশনা মেনে সীমিত পরিসরে হলেও মহান মে দিবস পালনের জন্য সারাদেশের পার্টি-ইউনিটগুলোর প্রতি আহবান জানিয়েছেন।
মহান মে দিবস উপলক্ষে সারাবিশ্বের শ্রমিকশ্রেণিসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D