মিলছে ফ্রি-তে করোনা : সায়েক আহমদ

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, মে ৪, ২০২০

।। সায়েক আহমদ।। শ্রীমঙ্গল, ০৫ মে ২০২০ : একটা নিলে একটা ফ্রি

মিলছে ফ্রি-তে করোনা
শপিংমলে দৌড়ে এসো
একটু দেরি করো না।

লকডাউনে চলছে খেলা
পকেট গরম ব্যবসা চাই
বাঙালিরা মরেও যদি
কারোর কিছু করার নাই!

গরম গরম চলবে শপিং
হাতটা খুলে ধরো না
সাবধানেতে থাকো সবাই
মরার আগে মরো না।

এ সংক্রান্ত আরও সংবাদ