১৯৭০ সালে ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববাংলা’ ঘোষণা করার কারণে গ্রেপ্তার হন রাশেদ খান মেনন

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, মে ১২, ২০২০

১৯৭০ সালে ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববাংলা’ ঘোষণা করার কারণে গ্রেপ্তার হন রাশেদ খান মেনন

ঢাকা, ১৩ মে ২০২০: ১৯৭০ সালের ২২ ফেব্রুয়ারী কমিউনিস্ট বিপ্লবীদের একাংশের নেতৃত্বে পল্টনের জনসভা থেকে ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববাংলা’র কর্মসূচি প্রকাশ্যে উত্থাপন করা হয়েছিল। এটাই প্রথম কোনো রাজনৈতিক দল প্রকাশ্যে স্বাধীনতার ডাক দিয়েছিল। এর জন্য উক্ত সভায় বক্তৃতা করার অপরাধে সামরিক আদালত কাজী জাফর আহমদ ও রাশেদ খান মেননকে সাত বছর কারাদন্ডে দন্ডিত করেছিল, তাদের অনুপস্থিতিতে বিচার করে। একইভাবে মোস্তফা জামাল হায়দার ও মাহবুব উল্লাহ এক বছর কারাদন্ডের সাজা লাভ করেছিলেন (অনুপস্থিতিতে)।

পরবর্তীতে ভাসানীর হুংকারে ইয়াহিয়া জামিনে মুক্ত করতে বাধ্য হয়। তৎকালীন পাকিস্তানী শাসকদের কাছে শায়ত্বশাসনের পরিবর্তে স্বাধীনতার ঘোষণা ছিল বজ্রপাতের মত।

১৯৭০ সালে রাশেদ খান মেননকে আদালতে নেওয়ার ছবি।

১৯৭০ সালে রাশেদ খান মেননকে আদালতে নেওয়ার ছবি।