দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাশেদ খান মেনন

প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২০

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাশেদ খান মেনন

ঢাকা, ২৩ মে ২০২০: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি আজ ২৩ মে এক বিবৃতিতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন ঈদ করোনায় স্তব্ধ জীবনকে আনন্দে উদ্বেল করুক।

মেনন বিবৃতিতে বলেন, পরীক্ষার বিস্তৃতিকরণের ফলে করোনা শনাক্তকরণ ও মৃত্যুর সংখ্যা যখন উর্ধমুখী তখন শপিংমলের ভীড় ও ঈদ বাড়ী ফেরা যেন ঈদের এই আনন্দকে ঈদ পরবর্তীতে বিভিষিকায় পরিণত না করে। এসব বিষয়ে বিভিন্ন কর্তৃপক্ষের সমন্বয়হীন সিদ্ধান্ত পরিস্থিতিকে সেদিকেই নিয়ে যাচ্ছে বলে আশংকার সৃষ্টি হয়েছে।
মেনন আশা প্রকাশ করেন জনগণের উপর ছেড়ে দিয়ে নয়, জনগণকে দোষারোপ করেও নয় করোনা সংক্রমণে বিস্তৃত রোধে লকডাউন রাখা, শিথিল করা, সব ব্যাপারেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এবং তার কঠোর বাস্তবায়ন করতে হবে। মেনন আশা প্রকাশ করেন ঈদ আনন্দ আলোকে দুঃসময় কেটে যাবে, পৃথিবী ফিরবে শ্বাশত রূপে, মানুষ জীবন জীবিকায়।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।