লীলাবতী

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, মে ২৯, ২০২০

লীলাবতী

এম মুনির, ২৯ মে ২০২০ :
………………………..
লালস লালি তোমার লালিত্যে
লুণ্ঠক আমি,থেকে থেকে
অনুভব পাই লীলাসংবরণের।তবুও মাতি ;
তোমার কাঞ্চীপদের লাসে।
তোমার নৃত্যে-নবনৃত্যে নিত্য
তুমি লীলাবতী!
লোকরঞ্জনে লোকোত্তর তুমি,
তোমার লোমবিষে লোমহর্ষক তুমি
মাতিয়ে লোলুপের লোল।
তোমার ললাটভূষণে
লীন হয়ে যায় লীলা।
লাবণ্যে লাবণ্যে হে লাবণী
তুমিই লীলাবতী!
আমার অরণ্যে তোমার লোঠন,
তোমার লাক্ষারসের রাঙাপ্রভা
লাল টিপে, সিথি আকা
তোমার চাহনিতে চাহনিতে
কাজলাচোখের পলকে পলকে
পুলকিত দেহলোভী মায়াবতী
তুমিই লীলাবতী।
তমিস্রা রাতে তমোমণি
থেকে থেকে জ্বলে যায়,
তবু তোমার তনুদেহের উবর্র পৃষ্ঠের
সরস কোষের সজীবতায়
ইন্দ্রিয়ের রন্ধ্রে রন্ধ্রে উষ্ণ-পরশের
বানভাসি উছলায়।
বাঁকা দেহের বাঁকা লোচনের
তারল্যে তারল্যে হে কাদম্বিনী
তুমি লীলাবতী।
তোমার ভেজা ঠোটের মধুচ্ছত্রে
গুনগুনিয়ে নেশার ভিড়ে,
রাঙা ঠোটের বরণডালায়
উড়ছে শত মধুমক্ষিকা।
তোমার মধুরায় হিংসে কাতর
সব প্রজাপতির দল।
কাজল কালো চোখে
এলো চুলের গন্ধেগন্ধে,
কোমরের বিছার ঝুনঝুনানিতে,
রাঙাপ্রভার ভেজা দুটি ঠোটের
নেশায় নেশায় বারংবার
তুমি লীলাবতী!
তুমি একালের লীলাবতী।

এম.মুনির,
গনিত বিভাগ,সা.স.ক
(২৯/০৫/২০)

এ সংক্রান্ত আরও সংবাদ