সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২০
অাজম মিজান, শ্রীমঙ্গল, ০৭ জুন ২০২০ : করোনা ভাইরাস পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বরাদ্দকৃত আর্থিক অনুদান শ্রীমঙ্গলের ৩৯৭টি মসজিদে ৫ হাজার করে মোট ১৯ লক্ষ ৮৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
আজ ৭ জুন রোববার বেলা ১১ ঘটিকায় শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসে পরিস্থিতিতে চেকের মাধ্যমে এসব অনুদান প্রদান করা হয়েছে।
আর্থিক অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
এছাড়াও বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও ইমাম, মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।
ড. আব্দুস শহীদ এমপি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। একমাত্র আল্লাহই পারেন আমাদের মুক্তি দিতে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মানুষের জীবনমান উন্নয়নে নানা খাতে ব্যাপক আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বিভিন্ন মসজিদে তিনি আর্থিক অনুদান প্রদান করছেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D