গৃহশিক্ষকদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম

প্রকাশিত: ৫:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২০

গৃহশিক্ষকদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম

শ্রীমঙ্গল, ০৪ জুলাই ২০২০: শ্রীমঙ্গলে গৃহশিক্ষকদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

এর অাগে ‘করোনামুক্ত শ্রীমঙ্গল চাই’-এর উদ্যোগে গৃহশিক্ষকদের সংকট নিরসনে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের নিকট একটি আবেদনপত্র ও হোম টিউটরদের তালিকা জমা দেওয়া হয়। সেখানে হোম টিউটরদের কিভাবে তাদের শিক্ষকতা পেশায় ফিরিয়ে আনা যায় এবং সরকারি তহবিল থেকে আর্থিক অনুদানের জন্য অনুরোধ জানানো হয়। তার প্রেক্ষিতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপজেলা অডিটোরিয়ামে ৪০জন গৃহশিক্ষকদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন।

করোনামুক্ত শ্রীমঙ্গল চাই এর পক্ষ থেকে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।